উরফির নতুন বয়ফ্রেন্ড! এবার বিয়ের পিঁড়িতে? জল্পনা উস্কে পোস্ট ভাইরাল কুইনের
উরফি জাভেদ আর একা নন, নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই ভাইরাল সেনসেশন! অন্তত তেমনটাই ইঙ্গিত দিলেন স্বয়ং উরফি! আলোচনায় থাকার কোনও সুযোগ হাতছাড়া করেন না উরফি, বোল্ড ফ্যাশন স্টেটমেন্টের জেরে হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বিগ বস ওটিটি খ্য়াত এই ফ্যাশনিস্তা। এবার বোমা ফাটালেন উরফি! তাঁর নিঃসঙ্গ জীবনে বসন্ত এসে গিয়েছে,ইঙ্গিত দিলেন উরফি।
বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন, সেখানে একটি সুন্দর ফুলের তোড়ার পাশে রাখা প্ল্যাকার্ড। তাতে লেখা রয়েছে, ‘সে হ্যাঁ বলে দিয়েছে’। এই ছবির সঙ্গে একটি হৃদয়ের ইমোজি জুড়ে দেন উরফি। ব্যাস, এই পোস্ট ঘিরেই তুলুম চর্চা শুরু নেটপাড়ায়। তবে কি উরফি মন জুড়ে এখন রাজত্ব করছেন বিশেষ কেউ?
উরফির ফলোয়াররা তো বেশ ধন্দে। একজন লেখেন, ‘আমরা তো ভেবেছিলাম তুমি সবটাই প্রাইভেট রাখবে, শেয়ার করার জন্য ধন্যবাদ’। অপর একজন মজা লেখেন,’ও জিজ্ঞাসা করেছিল আমি কি জামাকাপড় পড়ব, তাতে উলটো দিক থেকে ‘হ্যাঁ’ জবাব এসেছে’। এখন প্রশ্ন হল সত্যি কি প্রেমে পড়লেন উরফি নাকি পুরোটাই কোনও প্রোমোশন্যাল গিমিক? এমনিতে প্রেম নিয়ে কোনওদিনই লুকোোছাপা নেই উরফির। একটা সময় অভিনেতা পরশ কলনাওয়াতের সঙ্গে সম্পর্কে ছিলেন উরফি, তবে ভেঙে যায় সেই সম্পর্ক। তারপর থেকে কেরিয়ার নিয়েই ব্যস্ত নায়িকা। তাঁর হাতে আপতত প্রেম করার ফুরসৎ নেই। যদিও বৃহস্পতিবার রাতের পোস্ট ঘিরে সবটা উথাল-পাতাল।
গত কয়েকমাসে বলিপাড়ার পরিচিত নাম হয়ে ওঠেছেন উরফি। জনপ্রিয়তায় বি-টাউনের প্রথম সারির নায়িকাদের চেয়ে উরফির কদর বেশি। তাই তো পাপারাৎজিরা সারাক্ষণ উরফির পিছনে দৌড়াচ্ছেন। নির্লজ্জ পোশাকে উরফিকে দেখে সর্বদাই ক্ষোভ উগরে দেন নেটদুনিয়ার বাসিন্দারা। তবে উরফির প্রশংসকের সংখ্যাও কম নয়। সম্প্রতি রণবীর কাপুরকে উরফির স্টাইল স্টেটমেন্ট নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, ‘ব্যাড টেস্ট’।
আরও পড়ুন-খুলে গেছে স্কার্ট, অন্তর্বাস পরেই রং খেলছেন! ‘অশ্লীল’ উরফিকে তুলোধনা নেটিজেনদের
এখন দেখবার সত্যিই উরফির জীবনে মিস্টার পারফেক্টের আগমন ঘটল নাকি এই রহস্যময় পোস্টের পিছনে রয়েছে অন্য কোনও সত্যি। বেশিরভাগের অবশ্য ধারণা নির্ঘাত কোনও প্রোমোশন্যাল ভিডিয়োর অংশ তিনি।
For all the latest entertainment News Click Here