উরফিকে অনুকরণ আমেরিকান ডিজিটাল ক্রিয়েটরের, তুমুল ভাইরাল ভিডিয়ো
বিতর্কের আরেক নাম উরফি জাভেদ। তাঁর নিত্যনতুন কাটাফাটা ফ্য়াশন নিয়ে চর্চা সর্বত্র। উরফি প্রথম লাইমলাইটে আসেন বিগ বস ওটিটি দিয়ে। স্প্লিটসভিলাতেও হাজির হয়েছিলেন তিনি।
ঝিনুক, সুতো, কাচ, ফুল থেকে আরও নানা জিনিস দিয়ে পোশাক বানিয়ে লাইমলাইটে আসেন উরফি। সাহসী পোশাক কিংবা কিছু না পরেও ক্যামেরার সামনে সাবলীল ভাবেই ফটোশ্যুট করতে পারেন। দিনরাত উরফির পিছনে ছুটছেন পাপারাৎজ্জি। পোশাকের কারণে নানা সময় সমালোচনার মুখেও পড়েন তিনি।
একটা সময় উরফিকে ফিরিয়ে দিতেন নামী ফ্য়াশন ডিজাইনাররা। এখন ফ্যাশন দুনিয়ায় বাজার উরফির। নামীদামী পোশাকশিল্পীর হয়ে ব়্যাম্পে হাঁটেন তিনি। তাঁর ফ্য়াশন সেন্সও ফলো করেন অনেকেই। একজন আমেরিকান কন্টেন্ট ক্রিয়েটর উওরফির একটি লুক পুনরায় তৈরি করেছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ার পাতায়। আরও পড়ুন: হলিউড তারকাদের সঙ্গে সময় কাটাচ্ছেন আদর পুনাওয়ালার বউ, রূপের প্রশংসাও সর্বত্র
আমেরিকার এক ডিজিটাল ক্রিয়েটর চ্যাং হি কিম উরফির সাজকে অনুকরণ করেছেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই চলছে চর্চা। এমনকি জিনসের ওই পোশাক পরে ঘরে ক্যাটওয়াক করেছে সে। চ্যাং ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘আমার বিড়ালেরও এই পোশাক পছন্দ হয়নি।’
দেখুন সেই ভিডিয়ো-
এই ভিডিয়ো ছড়িতে পড়তেই নানা রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘আমার মনে হয় জিনসটা পুরনো’। কেউ লিখেছেন, ‘আমি বিড়ালটাকে নিয়ে ভাবছি। ওর মনে হচ্ছে মোটেই ভালোলাগেনি’। কেউ লিখেছেন, ‘আমি হাসব না কাঁদব ভেবে উঠতে পারছি না।
আসলে বিতর্ক আর উরফি- এখন মুদ্রার এপিঠ ওপিঠ। তবে মুম্বইয়ের পাপারাৎজিরা হামেশাই দৌড়াচ্ছেন উরফির পিছনে। কারণ সোশ্যাল মিডিয়া সেনসেশন তিনি। উরফির প্রশংসকের সংখ্যাও কম নয়। ব়্যাপার হানি সিং উরফির প্রশংসা করে বলেছেন, ‘ওই বাচ্চাটার থেকে সবার কিছু শেখা উচিত’। বিগ বস ওটিটি থেকে লাইমলাইটে আসা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করেছেন ২০২২ জুড়ে, নতুন বছরেও সেই ট্রেন্ড বজায় রেখেছেন উরফি।
For all the latest entertainment News Click Here