উমর খালিদের ‘ন্যায়বিচার’ চেয়ে তোপের মুখে রূপম! উঠল বয়কট রব,জুটল ‘দেশদ্রোহী’ তকমা
গিটার হাতে গান গাইছেন রূপম ইসলাম, মঞ্চে আমচাই ভেসে উঠল উমর খালিদের ছবি। উমরের মতো একইরকম ভঙ্গিতে হাত উঁচিয়ে ‘বিপ্লবী’ রূপম ইসলাম ‘ন্যায়বিচার’ দবি করলেন দিল্লির জেলেবন্দি ছাত্রনেতার। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র উমর খালিদকে ইউএপিএ আইনে ‘সন্ত্রাসবাদী’ বলে দেগে দিয়ে গ্রেফতার করা হয়েছে। সেই উমরের সমর্থনে মুখ খুলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার রূপম ইসলাম।
গত ১০ই জুন ব্যারাকপুরের কৃষ্টি অডিটোরিয়ামে ৫২তম রূপম ইসলাম একক অনুষ্ঠিত হয়। প্রেক্ষাগৃহ কাণায় কাণায় ভর্তি। দীর্ঘ সময় পর রূপমের একক অনুষ্ঠান ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সেই অনুষ্ঠানের ছবি সোশ্যালে ছড়াতেই ঘটল বিপত্তি। মঞ্চের স্ক্রিনে ভাসছে উমর খালিদের ছবি, হাত উপরের দিকে তোলা। একইরকমভাবে হাত উঁচিতে ভক্তদের কী বার্তা দিয়েছিলেন রূপম? শিল্পী বলেছেন- ‘হাজার দিনে একটা ভাইরাস এল, চলেও গেল। হাজার দিনে কত কী হয়ে যায়। কিন্তু হাজার দিন ধরে একজন লোকের সময় আটকে রইল। জেলের ভিতরে প্রত্যেকটা দিনই একরকম। আমি উমর খালিদ এবং তাঁদের মতো যাঁরা আছেন, তাঁদের বিচার চাই। আমি আজও জুডিশিয়ারির ওপরে সম্মান রেখেই বলছি, এই মঞ্চ থেকে আমি উমর খালিদের বিচারের দাবি করছি। শুধু বিচার নয়, ন্যায়বিচার।’
উমর খালিদের ছবি প্রোমোট করা বা তাঁর ন্যায়বিচার চেয়ে কটাক্ষের মুখে রূপম। তাঁর বিরুদ্ধে ‘দেশদ্রোহী’র তকমা সেঁটে দিতেও পিছপা হলেন না নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, ‘ভারতকে টুকরো টুকরো করার’ স্লোগান তোলা, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলবন্দি ব্যক্তির সমর্থনে আওয়াজ তুলে দেশবিরোধী কাজ করেছেন রূপম। বিছিন্নতাবাদকে প্রশয় দিয়েছেন শিল্পী, অভিযোগ তাঁর নামে। কেউ কেউ তো ব্যক্তিগত আক্রমণ শাণাতেও ভোলেননি। রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্তর কথা উল্লেখ করে ‘লাভ জেহাদ’এর প্রসঙ্গ টেনেছেন। ‘বয়কট রূপম ইসলাম’, ‘শেম অন রূপম ইসলাম’, এমন পোস্ট ভাইরাল ফেসবুকে।
দিল্লি দাঙ্গা মামলায় ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ অভিযোগে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে জেলবন্দি উমর খালিদ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) অনুসারে মামলা চলছে। দেশদ্রোহিতার ধারায় অভিযুক্ত হিসাবে জেল হেফাজতে এই ছাত্রনেতা। ইতিমধ্যেই জেলে ১০০০ দিন পার করে ফেলেছেন উমর খালিদ, এখনও শুরু হয়নি কেসের ট্রায়াল। বারংবার খারিজ হয়েছে জামিনের আর্জি।
খালিদের জন্য ন্যায়বিচার চাইলেও নিজের রাজ্যের অনশনরত চাকরিপ্রার্থীদের হয়ে কেন সুবিচার চাইলেন না রূপম? প্রশ্ন তুলেছেন অনেকেই। গোটা বিতর্কে চুপ রূপম। তবে তাঁর স্ত্রী রূপসা দাশগুপ্ত ‘দ্য ওয়াল’কে জানান- ‘এদের ইগনোর করাই ভাল। রূপম উমর খলিদের মুক্তির কোনও দাবিই করেনি। ও কেবল বলেছে উমর খলিদের বিচার চাই। ফলে অভিযোগটাই যেখানে সত্যি নয়, সেটাকে আমরা এড়িয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি।’
For all the latest entertainment News Click Here