উমরান মালিকের থেকেও জোরে বল করব, PSL-এ ছন্দ পেয়েই দাবি পাকিস্তানের তরুণ পেসারের
উমরান মালিক ভারতীয় জাতীয় দলের উঠতি ক্রিকেটার। ২০২২ সালটা উমরান সারাজীবন মনে রাখবেন। গত মরশুমে আইপিএলে ১৮টি উইকেট নেন এই ডানহাতি পেসার। তাঁর এই অসাধারণ পারফরম্যান্স ভারতীয় দলে জায়গা করে দেয়। জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পান উমরান। টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর আটটি একদিনের ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫৬ গতিবেগে বল করে (যদিও কিছু প্রশ্ন ছিল) ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুতগামী বোলার হিসেবে রেকর্ড করেছেন। বর্তমানে এই জোরে বোলার সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অংশ হয়ে উঠেছেন। স্বাভাবিক ভাবেই, আগামী ওডিআই বিশ্বকাপের জন্য উমরান ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার হয়ে উঠতে পারেন বলেই মনে করছে ক্রিকেট মহল।
অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানেও দ্রুতগতিতে সবার নজর কাড়ছে। পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া ইসানুল্লাহ একটি ম্যাচে মাত্র ১২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। যা ভক্ত থেকে শুরু করে বিশেষজ্ঞদের নজর কেড়েছে ইতিমধ্যেই। ম্যাচে ঘণ্টায় ১৫০ কিমি গতিবেগে বল করে রেকর্ড করেন। সেই ম্যাচে সরফরাজ আহমেদকেও আউট করেন তিনি।
ম্যাচের শেষে ইসানুল্লাহকে উমরানের বোলিং সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি চেষ্টা করব উমরান মালিকের ১৫৭ কিমির সেই রেকর্ড ভেঙে দিতে। আমি প্রতিনিয়ত অনুশীলনে সেটা করার চেষ্টা করে চলেছি। আমি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করার লক্ষ্য রাখব।’ পিএসএলে এখন পর্যন্ত চার ম্যাচে ১২ উইকেট নিয়েছেন এই তরুণ। এই মুহূর্তে পিএসএলের এই মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারী ইসানুল্লাহ।
বিশ্ব ক্রিকেটে উমরান মালিক এবং ইসানুল্লাহ শুধু ১৫০ কিমি গতিবেগে বল করেছেন এমনটা একেবারেই নয়। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার উমরানের চেয়ে বেশি গতিতে বল করেছেন। এছাড়াও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ব্রেট লি’র মতো বোলারও ১৫০ কিমির বেশি গতিতে বল করেছেন। এখন এটাই দেখার পিএসএলের এই পেসার উমরান মালিকের রেকর্ড ভাঙতে পারেন কিনা।
For all the latest Sports News Click Here