উপ্পলে পুরানের তাণ্ডব, দাপুটে জয়ে হায়দরাবাদকে খাদের কিনারায় ঠেলে দিল লখনউ
সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নিল লখনউ সুপার জায়ান্স। উপ্পলে হায়দরাবাদের বড়সড় রানের ইনিংস তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভাবে জয় তুলে নেন ক্রুণাল পান্ডিয়ারা।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। এনরিখ ক্লাসেন দলের হয়ে সব থেকে বেশি ৪৭ রান করেন। ২৯ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। আব্দুল সামাদ ৩৭ রানে নট-আউট থাকেন। ২৫ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ওপেনার আনমোলপ্রীত সিং ৭টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন।
এছাড়া রাহুল ত্রিপাঠী ১৩ বলে ২০ ও এডেন মার্করাম ২০ বলে ২৮ রান করেন। ত্রিপাঠী ৪টি চার মারেন। মার্করাম ২টি চার ও ১টি ছক্কা মারেন। অভিষেক শর্মা ৭ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি গ্লেন ফিলিপস। ২ রানে নট-আউট থাকেন ভুবনেশ্বর কুমার।
লখনউয়ের হয়ে ৪ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া। ১টি করে উইকেট দখল করেন যুধবীর সিং, আবেশ খান, যশ ঠাকুর ও অমিত মিশ্র।
আরও পড়ুন:- SRH vs LSG: ভয়ানক ঘটনা হায়দরাবাদে, লখনউয়ের ডাগ-আউটে ছোঁড়া হল নাট-বোল্ট, রিপোর্ট
জবাবে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ১৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে এলএসজি।
লখনউয়ের হয়ে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন প্রেরক মানকড়। তিনি ৪৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। মারেন ৭টি চার ও ২টি ছক্কা। ২৫ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলেন মার্কাস স্টইনিস। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। শেষবেলায় ব্যাট হাতে ঝড় তোলেন নিকোলাস পুরান। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন।
আরও পড়ুন:- SRH vs LSG: ‘বাঁয়ে হাত কা খেল’, দেখুন কীভাবে শূন্যে লাফিয়ে কঠিন ক্যাচ অতি সহজে ধরলেন ডি’কক- ভিডিয়ো
কাইল মায়ের্স মাত্র ২ রান করে আউট হন। কুইন্টন ডি’কক ১৯ বলে ২৯ রানের যোগদান রাখেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। হায়দরাবাদের হয়ে ১টি করে উইকেট নেন গ্লেন ফিলিপস, মায়াঙ্ক মার্কান্ডে ও অভিষেক শর্মা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন প্রেরক।
এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লখনউ প্লে-অফের দৌড়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নেয়। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here