উদ্ধার করা হল ইস্টবেঙ্গল জুনিয়র দলের হয়ে ম্যাঞ্চেস্টারে খেলা ফুটবলারের মৃত দেহ
আত্মহত্যা করলেন ইস্টবেঙ্গল জুনিয়রের হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলে আসা প্রতিভাবান ফুটবলার প্রদীপ বড়ুয়া? এমনটাই অনুমান করছে পুলিশ ও পরিবার পরিজনেরা। অশোকনগর কল্যাণগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাকপুল কল্পতর এলাকায় কান পাতলেই শোনা যাবে, প্রদীপ বড়ুয়ার ভেঙে যাওয়া স্বপ্নের কথা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আসলে নাকি একটা সময় ইস্টবেঙ্গল জুনিয়র এর হয়ে বেশ সুনামের সঙ্গে ফুটবল খেলতেন প্রদীপ বড়ুয়া। সেই কারণেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সফলতার সঙ্গে খেলে এসেছিলেন তিনি। তবে পরবর্তীতে সে ভাবে তাঁর প্রতিভা আর ফুটে উঠতে পারেনি। বড় ফুটবলার না হওয়ার আক্ষেপ তাঁকে ভিতর থেকে যেন শেষ করে দিচ্ছিল। এর পাশাপাশি ছিল ব্যবসা নিয়েও তাঁর হতাশা।
আরও পড়ুন… ১০২/২ থেকে ১২৪/৮! অবশেষে হ্যারিস রউফের ব্যাটে ভর করে ঢাকাকে হারিয়ে শেষ ৪-এ রংপুর
প্রাথমিক তদন্তের পরে পুলিশ এবং বাড়ির পরিজনদের অনুমান বড় ফুটবলার হতে চেয়েছিলেন প্রদীপ কিন্তু তাঁর স্বপ্ন সফল না হওয়ায় হতাশায় ভুগছিলেন। পাশাপাশি জলের ব্যবসা করতেন এবং বোনের বিয়ে এবং ভাইয়ের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত ছিলেন সবকিছু মিলিয়ে মানসিক হতাশায় ফুটবলের বুট জার্সি পরে এই প্রতিভাবান ফুটবলার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেই সকলের অনুমান। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আসলে মৃত্যুর সময়ে পায়ে বুট ও গায়ে জার্সি পরেই মৃত্যু বরণ করেছেন তিনি। ফুটবলের পোশাকেই হতাশময় জীবনকে বিদায় জানিয়েছেন ২৯ বছরের প্রদীপ বড়ুয়া। বাড়ির কাছেই আম বাগানে তাঁর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। একটি আম গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলেই পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে এসে অশোকনগর থানার পুলিশ শুক্রবার রাতে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় শোকের পরিবেশ নেমে এসেছে।
আরও পড়ুন… ও কিছু মনে করতে পারছিল না- সামসুন্নাহার মাথায় চোট নিয়ে কী বললেন বাংলাদেশের কোচ?
প্রদীপ বড়ুয়া বোন এবং বাবা জানান শুক্রবার রাত পৌনে ৭টা নাগাদ হঠাৎ বোনকে ফোন করে প্রদীপ। মায়ের সঙ্গে কথা বলতে চান এবং ফোন লাউড স্পিকারে দিতে বলেন। মাকে বলেন বোন, ভাই বাবাকে দেখো। তাঁর মৃত্যু হলে মৃত্যুর জন্য কাউকে যেন দায়ী না করা হয়। এরপরে কান্নায় ভেঙে পড়েন তিনি। আতঙ্কিত পরিবারের লোকজন সঙ্গে সঙ্গেই খোঁজাখুঁজি শুরু করে এবং অশোকনগর থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়। ফোন আসার চার ঘন্টা পরে বাড়ির কাছেই ঘন জঙ্গলের মধ্যে একটি আম গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রদীপ বড়ুয়ার মৃত্যুর ঘটনা আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here