উদ্ধত হয়ে যেও না কখনো, যেমন খেলছ, তেমনই খেলো-রিঙ্কুকে গুরুমন্ত্র দিলেন রাসেল
গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরপর পাঁচটি ছয় মেরে এই বছর আইপিএলের ‘হিরো’ হয়ে ওঠেন রিঙ্কু সিং। শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ বলে মাথা ঠান্ডা রেখে বাউন্ডারি মেরে দলকে জেতান তিনি। পঞ্জাবের বিরুদ্ধে রিঙ্কু শেষ বলে ম্যাচ জিতিয়েছেন বটে, তবে অসাধারণ খেলে দলকে জয়ের সামনে নিয়ে আসেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার আন্দ্রে রাসেল। ম্যাচের পর রিঙ্কুর সম্পর্কে রাসেল কথা বলতে গিয়ে জানান, ‘আমি ওর জন্য খুব খুশি।’
ইডেন গার্ডেন্সে টসে জিতে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে পঞ্জাব ১৭৯ রান করেন। ১৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপের পড়ে যায় কলকাতা। তারপর অধিনায়ক নীতীশ রানা এবং বেঙ্কটেশ আইয়ার নিজেদের মধ্যে জুটি তৈরি করেন। শেষে তারা আউট হয়ে যাওয়ার পর ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ২৩ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলে যান। শেষ ওভারে কলকাতার জেতার জন্য দরকার ছিল ৬ বলে ৬ রান। সেই ওভারে আউট হয়ে যান আন্দ্রে রাসেল। কলকাতার জেতার জন্য ১ বলে ২ রানের প্রয়োজন হয়। সেই সময় ক্রিজে ছিলেন রিঙ্কু সিং। শেষ বলে চার মেরে ম্যাচ জিতেয়ে দেন তিনি।
ম্যাচের সেরা হন আন্দ্রে রাসেল। রিঙ্কুর এই ম্যাচ জেতানোর সম্পর্কে কথা বলতে গিয়ে ক্যারিবিয়ান তারকা বলেন, ‘আমি ওর জন্য খুব খুশি। ও একজন অসাধারণ মানুষ। আমার ভালো বন্ধুও বটে। আমি ভাই হিসাবে ওকে ভালবাসি। আমি শুধু চাই ও যা করছে তা করতে থাকুক। ও এইভাবেই ধারাবাহিকতা বজায় রাখুক।’
এই মরশুম জুড়ে ওয়েস্ট ইন্ডিজ তারকা রাসেল সেই ভাবে বিশেষ কিছু করতে পারেননি। অবশেষে নিজেদের ঘরের মাঠে তিনি ফর্মে ফিরে আসেন। তবে নিজের হাতে ম্যাচ শেষ করতে না পারলেও নাটকীয় জয়ের জন্য রিঙ্কুর প্রশংসায় ক্যারিবিয়ান তারকা। তিনি বলেন, ‘ও যে ভাবে ম্যাচ শেষ করল তা সত্যি অনবদ্য। ওর যে ধরণের শট মারছিল তা দেখার মতো। ম্যাচে সব কিছুই ওর পক্ষে যাচ্ছিল। যখনই ওর সঙ্গে কথা বলার সুযোগ হয়, আমি ওকে বলি শান্ত থাকতে। ম্যাচের দর্শক আসন থেকে কতজন মানুষ রাসেল রাসেল বলে চিৎকার করছে এটা কোনও ব্যাপার নয়। সব সময়ই শান্ত থাকা উচিত। যখনই এই চিৎকার মাথায় প্রবেশ করতে থাকে তখন আউট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।’
আর তিনটি ম্যাচ রয়েছে কেকেআরের। প্লেঅফে উঠতে গেলে সবকটি ম্যাচ জিততে হবে তাদের। নইলে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। এখন এটাই দেখায় প্লেঅফে জায়গা করে নিতে পারে কিনা শাহরুখ খানের দল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here