উড়ান ভালো হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আদিপুরুষ, ১৩ দিনে কত আয় করল ছবি
সিনেমা হলে আদিপুরুষ ছবির আয়ু শীঘ্রই ফুরিয়ে আসছে এটুকু নিশ্চিত। বক্স অফিসে আয়ের উড়ানের শুরু ভালো হলেও কদিন ঘুরতেই মুখ থুবড়ে পড়ল ওম রাউতের এই ছবি। ৫০০ কোটি বাজেটের ছবি ভারতে মেরে কেটে ৩০০ -এর গণ্ডি পর্যন্ত টপকাতে পারল না! বুধবার সব থেকে কম আয় করল এই ছবি। ১৩ তম দিনে মাত্র ১.৫ কোটি টাকা ঘরে তুলল ‘আদিপুরুষ’।
মনোজ মুনতাসির লেখা সংলাপ দেখে এক প্রকার চুল ছিঁড়ছে হিন্দু ধর্মের লোকজন। চলছে প্রতিবাদ, বিক্ষোভ। এলাহাবাদ হাইকোর্টে তো রীতিমত তুলোধনা করেছে ছবির নির্মাতাদের। বুধবার তো এক প্রকার কটাক্ষ করে বলে, এই একই জিনিস কোরান নিয়ে বানিয়ে দেখান যদি সাহস থাকে।
প্রথম থেকেই হনুমান থেকে ইন্দ্রজিতের মুখের ভাষা, সমস্ত চরিত্রদের পোশাক, সাজ নিয়ে চলেছে বিস্তর কটাক্ষ। তারই মাঝে হলে যাওয়া কমিয়ে দিয়েছে দর্শকরা। প্রথম কদিন ঠিকঠাক আয় করলেও তারপরই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি।
সাচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছে বুধবার ভারতে এই ছবি ১.৫ কোটি টাকা আয় করেছে। ভারতে এদিন ‘আদিপুরুষ’ -এর মোট আয় গিয়ে দাঁড়ায় ২৮১ টাকায়। ফলে এখানেই সন্দেহ দানা বাঁধছে যে এই বিগ বাজেট ছবি আদৌ বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি টপকাতে পারবে তো?
বৃহস্পতিবার অর্থাৎ ২৯ জুন থেকে এই ছবিকে টক্কর দেবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানির ছবি ‘সত্যপ্রেম কী কথা’। মনে করা হচ্ছে বুধবার এই নতুন ছবির থেকেও কম আয় করবে প্রভাসের ‘আদিপুরুষ’।
এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, সীতা হয়েছেন কৃতি শ্যানন, লক্ষ্মণ সানি সিং, হনুমান দেবদত্ত নাগে এবং রাবণের চরিত্রে দেখা গিয়েছে সইফ আলি খানকে। তুমুল সমালোচনার মুখে পড়ে সংলাপ বদলাতে বাধ্য হন নির্মাতারা তবুও এই ছবির যে ভরাডুবি আটকানো গেল না সেট স্পষ্ট।
সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের তরফে মনোজ মুনতাসিরকে নোটিশ পাঠানো হয়েছে এমন নিম্নমানের সংলাপ লেখার জন্য। তাঁকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে এই নোটিশের যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দিয়ে।
For all the latest entertainment News Click Here