উচ্ছেবাবুর ‘মৃত্যু’র দৃশ্য দেখে হাউ হাউ করে কান্না মিঠাই ভক্তের, ভাইরাল ছবি
টিআরপি তালিকায় শীর্ষস্থান খুইয়েছে মিঠাই, এমনকি স্লট লিডারও হতে পারেনি মোদক পরিবার। তা সত্ত্বেও একথা অস্বীকার করবার জো নেই যে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। সিরিয়ালের টানটান পর্ব দেখতে অপেক্ষার প্রহর গোনে দর্শকরা। এখনও একটু বেশিই উত্তেজক হচ্ছে ধারাবাহিকের প্রতিটা পর্ব। সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট, রিকি দ্য রকস্টারের এন্ট্রি- সব মিলিয়ে জমে গেছে মিঠাই।
মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা, আদৃতের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এই জুটির ফলোয়ার্স হাজার হাজার। সিরিয়ালের সাম্প্রতিক এপিসোডে দেখানো হয়েছে নিজের অ্যাক্সিটেন্ডের বিষয়টা আঁচ করতে পেরেছে সিদ্ধার্থ, তবুও সবটা গুছিয়ে নেওয়ার আগেই ওমির চক্রান্তের শিকার হয়ে যায় উচ্ছেবাবু। পুলিশ পরে তাঁর গাড়ি উদ্ধার করে নয়ানজুলি থেকে, কিন্তু সেখানে সিদ্ধার্থের দেহ মেলেনি। সবাই ভাবছে হয়ত সিধ আর নেই, কিন্তু নিজের বিশ্বাসে অটল মিঠাই। সে জানে উচ্ছেবাবুর কিচ্ছু হয়নি।
কখনও কখনও সিরিয়াল দেখতে দেখতে চরিত্রগুলির সঙ্গে দর্শক এতটাই একাত্ম হয়ে যায়, যে তাঁদের খারাপ কিছু হয়েছে ভাবলে আবেগ ধরে রাখা মুশকিল হয়ে পড়ে। তেমনটাই ঘটেছে মিঠাইয়ের এক মহিলা ভক্তের সঙ্গে। সিদ্ধার্থের অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখে হাউ হাউ করে কেদেছে সে। ওই কান্নার দৃশ্য মুঠোফোনে বন্দি করে পোস্ট করে তাঁর দিদি।
এই ভিডিয়ো চোখে পড়ে মিঠাই সিরিয়ালের অন্যতম কাস্ট কৌশাম্বি মানে সিদ্ধার্থের দিদি নন্দার। তিনি এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ভালোবাসা জানিয়েছেন। মিঠাই ভক্তের এই কীর্তি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রিকি… দ্য রকস্টারই কি আসলে সিডি বয়? মিঠাই ভক্তদের বিশ্বাস তেমনই। এখন এই রহস্যের উপর থেকে পর্দা কবে সরবে সেটাই দেখবার।
For all the latest entertainment News Click Here