উচ্ছেবাবুকে মিষ্টি বানানো শেখাবে মিঠাই! শেষ এপিসোডের ঝলক দেখে চোখে জল ভক্তদের
রবিবার নয়, শুক্রবারই ইতি পড়ছে মিঠাইয়ের কাহিনিতে। ইতিমধ্যেই এই খারাপ খবর পেয়ে গিয়েছে মিঠাই ভক্তরা। আর মাত্র দু-দিন। মন খারাপের রেশ বেড়েই চলেছে। এর মাঝেই চ্যানেল কর্তৃপক্ষ সামনে এনেছে মিঠাইয়ের শেষপর্বের শ্য়ুটিংয়ের বেশকিছু দৃশ্য। প্রেক্ষাপটে বাজছে ‘মিঠাই’-এর টাইটেল ট্র্যাক। এই ভিডিয়ো দেখে বেজায় ইমোশন্যাল অনুরাগীরা, চোখের জল ধরে রাখতে পারছেন না তাঁরা।
শুরুতেই ধরা পড়ল মিঠাইয়ের প্রথম প্রোমোর ঝলক। মাথায় মিষ্টির হাঁড়ি নিয়ে মনোহরা ফেরি করছে মিঠাই। এরপরই মিঠাই রূপে সৌমিতৃষার শেষ লুক। দুধে আলতা রঙা শাড়িতে ঝলমল করছে মিষ্টি আর শাক্যর মা। ক্যামেরার সামনে চলল পোজ দেওয়ার পর্ব। তারপরই উচ্ছেবাবু আর তুফানমেল ধরা দিল মিষ্টি ফ্রেমে। গল্পের শেষ পর্যায়ে হাসপাতালে ভর্তি হবে দুর্ঘটনার শিকার মিঠাই, তা তো ইতিমধ্যেই জেনে গেছে সকলে। হাসপাতাল থেকে ‘মনোহরা’য় ফিরলে গোটা মোদক পরিবার ব্যস্ত হয়ে পড়বে মিঠাইরানিকে স্বাগত জানাতে। ডান হাত চোটের জেরে অকেজো, তাই বাঁ হাত দিয়েই ‘দাদুর নাতি’কে হাত ধরে টেনে আনছে মিঠাই। সামনেই সাজানো মিষ্টি তৈরির সামগ্রী, রয়েছে ইন্ডাকশন ওভেন আর তার উপর বসানো তাওয়া। খুব সম্ভবত উচ্ছেবাবুকে নিজের হাতে মিষ্টি বানানো শেখাবে মিঠাইরানি।
এরপর সৌমিতৃষাকে ঘিরে ভক্তদের জমায়েত, সেলফি পর্বের ঝলকও উঠে এসেছে। মিঠাইয়ের শেষ এপিসোডে থাকবে ছোট্ট একটা টুইস্ট, তা স্পষ্ট করেছেন কাহিনিকার রাখি। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম লকডাউনে সবাই যেন হেপ্পি হয়ে যায়, সেটা সম্ভব হয়েছে এটাই আনন্দের। মিঠাইয়ের শেষপর্বে আমরা ছোট্ট একটা টুইস্ট রেখেছি। যা দেখে লোকের পুরোনো কথা মনে পড়বে। এইটুকু আগাম জানিয়েদিলাম। সিদ্ধার্থ-মিঠাই যেখান থেকে যাত্রা শুরু করেছিল, আমরা চেষ্টা করেছি সেই পরিবৃত্তটা যাতে সম্পূর্ণ হয়।’ মিঠাই ২ কী আসবে? এই ব্যাপারে জানতে চাওয়া হলে টলি ফোকাস কলকাতাকে রাখি দেবী বলেন,’সেটা ভবিষ্যত বলবে। দর্শকদের চাহিদা যা রয়েছে, তা দেখে চ্যানেল ঠিক করবে। তবে এলে সবাই খুশি হব। তবে মিঠাই ২-এলে সেটা একদম অন্য গল্প হবে’।
২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল ‘মিঠাই’-এর সম্প্রচার। দীর্ঘসময় ধরে একটানা বেঙ্গল টপার থেকেছে এই মেগা। আদৃত-সৌমিতৃষার জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক। অবশেষে বিদায় নেওয়ার পালা। শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘সুখে-দুখে-মিষ্টিমুখে’ শেষেবার মিঠাই দেখবে ফ্যানেরা। তবে এর রেশ থেকে যাবে আজীবন।
For all the latest entertainment News Click Here