উচ্ছেবাবুকে টেক্কা টুবাইদার!‘এই পথ যদি না শেষ হয়’-এর টাইটেল ট্র্যাক গাইলো ঋত্বিক
অভিনয়ের পাশাপাশি গানটাও দুর্দান্ত জানেন সবার প্রিয় উচ্ছেবাবু। আদৃত রায়ের এই ট্যালেন্ট তো সবার জানা, কিন্তু ‘এই পথ যদি না শেষ হয়’ অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ও গুনগুনিয়ে গান করে সেটা জানেন কি? ঋত্বিকের গানের গলা শুনে মুগ্ধ নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ক্লিপ, সেখানে জি বাংলার এই জনপ্রিয় নায়ক নিজের সিরিয়ালের টাইটেল ট্র্যাকটি মাঝরাস্তায় দাঁড়িয়ে গাইলেন। তাও একা নন, পরিচালক-প্রযোজক স্বর্নেন্দু সমাদ্দারকে সঙ্গে নিয়ে।
ভিডিয়োতে দেখা মিলেছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পরিচালক কৃশ বসুকেও। ভিডিয়োটি দেখেই বোঝা যাচ্ছে একসঙ্গে মিলে কোথাউ ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। আর পথের মাঝখানে চায়ের ঠেকে চরম চায়ের কাপের চুমুক দিতে দিতে গানে মন দিয়েছেন সকলে।
‘কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়…’, ঋত্বিকের কন্ঠে এই গান শুনে তাঁর ভালোবাসায় ফের একবার ডুব দিয়েছে ভক্তরা তা বলাই যায়। জি বাংলার যে দুটো সিরিয়ালের টাইটেল গান মানুষের খুব প্রিয় তার মধ্যে একটা হল মিঠাই এবং অন্যটা ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’। ধারাবাহিকের টাইটেল গানগুলো মানুষের ভীষণ পছন্দের।তবে সেগুলো অঙ্কিতা এবং নচিকেতা গেয়েছেন ঋত্বিক-অন্বেষা অভিনীত সিরিয়ালের গানটি। জীবনমুখী এই গান যেন সব দুঃখ অচিরেই ভুলিয়ে দেয়।
কৃশ বসুর ফেসবুক প্রোফাইলে পোস্ট করা এই ভিডিয়োটি যদিও মাস কয়েক আগের, তবে নতুন করে ফের ভাইরাল হয়েছে এটি। ফ্যানেরা বলছে, ‘ঋত্বিকের গলায় ভালোই সুর আছে’। কেউ তো লিখেছেন, ‘একটু চর্চা করলে ঋত্বিক উচ্ছেবাবুকেও টক্কর দিতে পারবে’।
For all the latest entertainment News Click Here