উচ্ছেদ করা হল পন্তের দিল্লির ক্লাবকে, নেই অনুশীলনের মাঠ, আবেগঘন আর্জি ঋষভের
আইপিএলের জৌলুসের মধ্যেই অন্ধকার নেমে এল দিল্লি ক্রিকেটে। গৃহহীন হয়ে গেল দিল্লি ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী সনেট ক্লাব। রবিবার সেই ক্লাবকে নিজেদের মাঠ থেকে উচ্ছেদ করে দিল দিল্লির বেঙ্কটেশ্বরা কলেজ। যে ক্লাবটা নেহাতই একটা ক্রিকেটের ক্লাব নয়। বরং একটা আবেগের জায়গা। অসংখ্য উঠতি ক্রিকেটারের স্বপ্নপূরণের জায়গা। স্বপ্ন দেখতে শেখার জায়গা। আর তাতে যে কতটা সফল হয়েছে সনেট ক্লাব, তার প্রমাণ হলেন ঋষভ পন্ত। যিনি চিরকাল সেই ক্লাবের হয়ে বেঙ্কটেশ্বরা কলেজের মাঠে অনুশীলন করে এসেছেন। শুধু তাই নয়, ভারতীয় দলকে প্রায় ১২ জন আন্তর্জাতিক ক্রিকেটার উপহার দিয়েছে। সেই আবেগ থেকেই বেঙ্কটেশ্বরা কলেজ কর্তৃপক্ষের কাছে সনেট ক্লাবকে মাঠ ফিরিয়ে দেওয়ার আর্জিও জানিয়েছেন পন্ত।
১৯৬৯ সালে সনেট ক্লাবের যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে কমলানগরের বিড়লা স্কুলে যাত্রা শুরু করলেও কারোলবাগের আজমল খান পার্ক, ডিসিএম গ্রাউন্ড-সহ একাধিক মাঠে তরুণ ক্রিকেটারদের তৈরি করার পর ২০০০ সালে বেঙ্কটেশ্বরা কলেজে স্থায়ী ‘ঘর’ পেয়েছিল সনেট ক্লাব। সেখান থেকেই ভবিষ্যৎ তারকাদের নিজের হাতে গড়ে নিতেন দ্রোণাচার্য কোচ তারকা সিনহা। ২২ বছর ধরে সেভাবেই চলছিল। কিন্তু রবিবার সনেট ক্লাবকে সেই ‘গৃহ’ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।
একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কলেজের নয়া ম্যানেজমেন্ট এবং লবিবাজির জন্যই সনেট ক্লাবকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। সনেট ক্লাবের দীর্ঘদিনের কোচ দেবেন্দ্র শর্মা জানান, রবিবারই শেষবারের মতো বেঙ্কটেশ্বরা কলেজে অনুশীলন করেছেন ছেলেরা। কলেজের প্রিন্সিপাল ‘ম্যাডাম’ জানিয়ে দেন যে আর এই মাঠে অনুশীলন করা যাবে না। এখন সনেট ক্লাবের কাছে অনুশীলনের কোনও জায়গা নেই। গৃহহীন হয়ে গেল সনেট ক্লাব। অথচ তাঁকে কম অনুনয়-বিনয় করা হয়নি।
আরও পড়ুন: DC vs GT: ভিডিয়ো- বাড়িতে বসে থাকতে পারলেন না, দিল্লির ম্যাচ দেখতে মাঠে হাজির পন্ত
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেবেন্দ্র জানান যে যাতে সনেট ক্লাবকে তুলে না দেওয়া হয়, সেজন্য বেঙ্কটেশ্বরা কলেজের বর্তমান প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছিলেন কলেজের প্রাক্তন প্রিন্সিপালও। এমনকী দুর্ঘটনার আগে পন্তও বর্তমান প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছিলেন। তারপরও আচমকা সনেট ক্লাবের থেকে মাঠ কেড়ে নেওয়া হয়েছে। তাতে নির্দিষ্টভাবে কোনও কারণ না জানানো হলেও পুরো ঘটনায় লবিবাজি আছে বলে দাবি করেছেন দেবেন্দ্র। দেবেন্দ্রদের যে ক্লাবে অনুশীলন করেছেন লখনউ সুপার জায়েন্টসের আয়ুষ বাদোনি, মুম্বই ইন্ডিয়ান্সের হৃতিক শওকিনরা। অনূর্ধ্ব-১৪ দলের অধিনায়কত্ব করেন বীরেন্দ্র সেহওয়াগের ছেলে।
আরও পড়ুন: Rishabh Pant health update: ‘যা ভেবেছিলাম, তার থেকেও দ্রুত সুস্থ হচ্ছি’, জানালেন পন্ত, হাসি ফুটবে রোহিতদের
নিজের প্রিয় ক্লাবের ‘প্রাণ’ তথা অনুশীলনের মাঠ কেড়ে নেওয়ার ঘটনায় আবেগতাড়িত হয়ে পড়েছেন পন্ত। টুইটারে তিনি লেখেন, ‘আমার ক্লাবকে যে উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে, তা দেখে অত্যন্ত হতাশ লাগছে। যে ক্লাব বছরের পর বছর ধরে এতজন আন্তর্জাতিক ক্রিকেটারকে তৈরি করেছে এবং সেই কাজটা করে যাচ্ছে। আমার ক্রিকেটীয় কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে এই ক্লাব অত্যন্ত ভূমিকা পালন করেছে। আমার মতো অনেক ক্রিকেটারের ক্ষেত্রেও একই ভূমিকা পালন করেছে। আমাদের সকলের কাছে এই ক্লাবটা বাড়ির মতো।’
ভারতীয় তারকা আরও বলেন, ‘কলেজ (বেঙ্কটেশ্বরা কলেজ) যে নিয়ম তৈরি করে দিত, তা আমরা সবসময় মেনে চলতাম। বেঙ্কটেশ্বরা কলেজের পরিচালন সমিতিকে এই সিদ্ধান্ত বিবেচনা করে দেখার আর্জি জানাচ্ছি। কারণ সনেট ক্লাব নিছকই একটি ক্লাব নয়, এটা একটি হেরিটেজ প্রতিষ্ঠান এবং অনেক উঠতি ক্রিকেটারের বাড়িঘর।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here