উচ্চমাধ্যমিকে দারুণ ফল ‘নন্টে’র, আগামীতে কী নিয়ে পড়তে চান সোহম
প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। গত ২৪ মে প্রকাশ্যে এসেছে এই রেজাল্ট। টলিউডের একাধিক জনপ্রিয় মুখ এবার এই পরীক্ষা দিয়েছেন। এঁদের মধ্যে আছেন অনন্যা গুহ, সোহম বসু রায়চৌধুরী প্রমুখ। নন্টে ফন্টে খ্যাত অভিনেতা সোহমের ফলাফল কেমন হল এবার?
সোহম অভিনীত ছবি নন্টে ফন্টে সদ্যই মুক্তি পেয়েছে। মোটামুটি প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। পর্দায় কাজের পাশাপাশি কিন্তু পড়াশোনা নিয়েও সোহম কিন্তু বেশ সিরিয়াস। আর সেটা তাঁর উচ্চমাধ্যমিকের রেজাল্টেই প্রতিফলিত। পরীক্ষা শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই অভিনয় জগত থেকে সাময়িক বিরতি নেন তিনি। পড়াশোনায় সম্পূর্ণ মনোনিবেশ করেন। ছোট পর্দা তথা বড় পর্দার জনপ্রিয় মুখ সোহম এই পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি কলা বিভাগের ছাত্র ছিলেন।
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘রেজাল্ট মোটামুটি হয়েছে। ৮৫ শতাংশ নম্বর পেয়েছি এই পরীক্ষায়। পরিবারের সবাই খুশি এই ফলাফলে। এখন আমার একটাই লক্ষ্য, কোন কলেজে চান্স পাই সেটার।’ অভিনেতা আগামীতে মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চান বলেই জানান। তাঁর কথা অনুযায়ী, ‘এখন তো কলেজে কলেজে ফর্ম ভর্তির বিষয় চলছে। এখন সেটা নিয়েই খুব ব্যস্ত আমি।’
সোহম আপাতত তাঁর পুরো ফোকাস পড়াশোনায় রাখতে চাইছেন। তাঁকে দিতিপ্রিয়ার সঙ্গে অপরাজিত ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেখানে তাঁরা ভাই বোনের চরিত্রে অভিনয় করতেন। অনেকেই সোহমকে তাঁর ভাই বলেই চেনেন। দিতিপ্রিয়া নিজেও বছর দুয়েক আগে উচ্চমাধ্যমিক দিয়েছেন।
প্রসঙ্গত সোহমের বিষয় ছিল ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, শারীরিক শিক্ষা, ইংরেজি এবং বাংলা। তবে তিনি আগামীতে মাস কমিউনিকেশন নিয়েই পড়তে চান।
অন্যদিকে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ খ্যাত অভিনেত্রী তথা মানিকের ছোট পিসি অনন্যা এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পঁচাত্তর শতাংশ নম্বর পেয়েছেন। পাশ করেই তিনি সমালোচকদের কটাক্ষ হেনেছেন, যাঁরা তাঁকে ‘ডাম্ব’ বলেন তাঁদের জবাব দিয়েছেন রেজাল্ট দিয়েই।
For all the latest entertainment News Click Here