উচ্চতা নিয়ে কমপ্লেক্স গেল না হিমেশের, স্ত্রী’র সঙ্গে দিলেন টক্কর
ফের চর্চায় বলি-সুরকার ও গায়ক হিমেশ রেশামিয়া। তবে এই খবর হওয়ার কারণ তাঁর গাওয়া নতুন কোনও গান কিংবা অভিনীত সিনেমার জন্য নয় কিন্তু। স্রেফ শারীরিক উচ্চতার জন্য! আজ্ঞে হ্যাঁ। খুলেই বলা যাক গোটা বিষয়টি।
সম্প্রতি, মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল হিমেশ ও তাঁর স্ত্রী সোনিয়া কাপুরকে। বিমানবন্দরের চত্বরে গাড়ি থেকে নামতেই পাপারাৎজিদের অনুরোধে ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তাঁরা। ছবিতে যাতে তাঁকে তাঁর স্ত্রীয়ের থেকে লম্বা লাগে তাই পায়ের পাতা উঁচু করে ঝটপট দাঁড়িয়ে পড়েন তিনি। আর সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হাসি ও নিন্দের পাত্র হয়ে উঠেছেন এই বলি-সুরকার।
প্রেমিকা কিংবা স্ত্রী লম্বা হলে যে প্রেমিক বা স্বামীর পক্ষে তা লজ্জার কোনও ব্যাপার নয়, আপাতত হিমেশকে সেকথাই মনে করিয়ে দিচ্ছেন নেটপাড়ার বড় একটি অংশ। উদাহরণ হিসেবে হলিউডের ‘স্পাইডার ম্যান’ তারকা জুটি টম হল্যান্ড-জেন্ডায়ার কথাও তুলেছেন তাঁরা। কেউ কেউ হলিউডের প্রাক্তন তারকা জুটি টম ক্রুজ এবং নিকোল কিডম্যান-এরও কথা তুলেছেন। জানিয়ে রাখা ভালো টম ক্রুজের থেকে তাঁর প্রাক্তন স্ত্রী তথা অস্কারজয়ী হলি-সুন্দরী নিকোল কিডম্যান প্রায় ইঞ্চি তিনেক লম্বা। অন্যদিকে, ‘স্পাইডার ম্যান’ টম হল্যান্ডের থেকেও তাঁর প্রেমিকা জেন্ডায়া বেশ অনেকটাই লম্বা। তবে তাতে ওই দুই অভিনেতার কোনও অস্বস্তি কোনওদিন দেখা যায়নি। টুইটারে হিমেশ ও তাঁর স্ত্রীয়ের সেই ভিডিয়োটি পোস্ট করে এই কথাই মনে করিয়ে দিয়েছেন টুইটারের বাসিন্দারা।
একজন লিখেছেন, ‘নিকোল কিডম্যানের পাশে দাঁড়িয়ে কোনওদিনও টম ক্রুজকে এহেন কাণ্ড করতে দেখা যায়নি।’ অন্য এক ব্যক্তি আবার লিখছেন, ‘টম ক্রুজের মতো মানসিকতা তো আর সবার নয়।’ নজর কেড়েছে আরও এক নেটিজেনদের কমেন্টও, ‘ এরকম করার দরকাটাই বা কী? যে যেরকম সেরকমই তো সুন্দর।’ এক ব্যক্তি তো সরাসরি লিখেই ফেললেন, ‘ আমি বুঝি না প্রেমিকা বা স্ত্রী তাঁর পার্টনারের থেকে লম্বা উচ্চতায় হলে অসুবিধেটা ঠিক কী! লম্বা নারীরা তো দারুণ দারুণ আকর্ষণীয় হয়।’ মোট কথা, নেটিজেনরা হিমেশকে সত্যিকে স্বীকার করার পাঠ দিয়েছেন। সুরকার-গায়কের উদ্দেশে তাঁদের বার্তা, নিজের যা উচ্চতা তা স্বীকার করে নিয়ে খোলা মনে বাঁচা হোক!
For all the latest entertainment News Click Here