উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ! শুভেচ্ছা জানালেন কোন কোন বলি আর হলি তারকা
বছর কুড়ির টেনিস তারকা কার্লোস আলকারাজ। অভিজ্ঞতায় নোভাক জকোভিচের থেকে অনেক পিছিয়ে থাকলেও খামতি নেই প্রতিভায়। উইম্বলডনের ফাইনালে জকোভিচের সঙ্গে জোর লড়াই চালিয়ে চ্যাম্পিয়নের খেতাব জয়। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে হারিয়ে প্রথমবার উইম্বলডনের ট্রফি হাতে উঠেছে নাদালের দেশের কার্লোস আলকারাজের।
সোমবার ইনস্টাগ্রামে লন্ডনের উইম্বলডন সেন্টার কোর্টের ম্যাচ ভেন্যু থেকে বেশ কয়েকটি ছবি এবং একটি ভিডিয়ো শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। প্রথম ছবিতে সোনম তার স্বামী-ব্যবসায়ী আনন্দ আহুজা এবং বন্ধুদের সঙ্গে পোজ দিয়েছেন। স্টেডিয়াম পাস এবং স্ন্যাকসের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। আরও পড়ুন: মলদ্বীপে জন্মদিন সেলিব্রেশন, ভাইবোন মিলে দিদি ক্যাটরিনাকে দিলেন এই সারপ্রাইজ
পোস্টের ক্য়াপশনে উইম্বলডনের ট্রফি জয়ের জন্য নাদালের দেশের কার্লোস আলকারাজকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘এরকম উজ্জ্বল বন্ধুদের সঙ্গে একটি অবিশ্বাস্য ঐতিহাসিক ম্যাচ! কার্লোস আলকারাজ এবং নোভাক জকোভিচকে অনেক অভিনন্দন’।
অভিনেত্রী করিনা কাপুর খান হোটেল রুমে বসে ম্যাচ দেখেছেন। কার্লোস আলকারাজেরও প্রশংসা করেছিলেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘একজন সুপারস্টার জন্মেছে। কী দারুণ খেলা দেখলাম @carlitosalcarazz’।
করিশ্মা কাপুরও কার্লোসের প্রশংসা করেছেন এবং নোভাকের প্রতি সমর্থন জানিয়েছেন।
টুইটারে অভিনেতা আয়ুষ্মান খুরানা কার্লোসের ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই তরুণ কিংবদন্তির জন্য পথ তৈরি করুন। কুড়ির প্রতিভা এবং মেজাজের এই সংমিশ্রণটি খুব বিরল। আলকারাজ… উইম্বলডন’। অর্জুন রামপালও টুইট করে লেখেন, ‘সুপার সুপার গেম। কার্লোস আলকারাজ সর্বশ্রেষ্ঠ @DjokerNole-কে পরাজিত করেছেন। টেনিসের নতুন প্রজন্ম এসেছে। অভিনন্দন। আগামী বছর জোকার (নোভাক জোকোভিচ) কিছু মিষ্টি প্রতিশোধের অপেক্ষায় থাকুন। উইম্বলডন’।
অভিনেতা রীতেশ দেশমুখ, নেহা ধুপিয়া এবং অভিনেত্রী লারা দত্তও কার্লোস আলকারাজকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন টুইট করে।
রবিবার লন্ডনে বহুল প্রত্যাশিত উইম্বলডনের পুরুষদের ফাইনাল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হলিউডের একগুচ্ছ তারকা অভিনেতা। ব্র্যাড পিট থেকে ড্যানিয়েল ক্রেগ, হিউ জ্যাকম্যান, অ্যান্ড্রু গারফিল্ড থেকে আরিয়ানা গ্র্যান্ডে সবাইকে স্ট্যান্ডে দেখা গিয়েছে। গায়ক নিক জোনাস শাশুড়ি ডঃ মধু চোপড়ার সঙ্গে এ দিন হাজির ছিলেন ম্যাচ দেখতে। টম হিডলস্টন, জাওয়ে অ্যাশটনও হাজির ছিলেন খেলা দেখতে।
যে রকম ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা, উইম্বলডন ফাইনাল দর্শকদের উপহার দেয় ঠিক তেমনই টানটান ম্যাচ। শেষমেশ ৫ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে তারুণ্যের কাছে মাথা নোয়াতে হয় অভিজ্ঞতাকে। ৪ ঘণ্টা ৪২ মিনিটের ম্যারাথন লড়াই শেষে ১-৬, ৭-৬, (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ সেটে ফাইনাল জিতে উইম্বলডনের ট্রফি হাতে ওঠে আলকারাজের। রানার্স হয়ে কোর্ট ছাড়তে হয় জকোভিচকে। কার্লোসের কেরিয়ারের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি তথা প্রথম উইম্বলডনের খেতাব।
For all the latest entertainment News Click Here