উইকেটে লড়াই হলে তবেই সেটার গুরুত্ব থাকে- একানা পিচ বিতর্কে জল ঢাললেন সূর্যকুমার
শুভব্রত মুখার্জি: ভারত বনাম নিউজিল্যান্ডের চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হয়েছিল লখনউয়ের একানা স্টেডিয়ামে। সেই ম্যাচের পিচ নিয়ে এখনও বিতর্ক কম হয়নি। স্বয়ং ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া পিচকে জঘন্য পিচ বলে আখ্যা দিয়েছিলেন। ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্ব্রেকে পিচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন পিচ প্রস্তুতকারক পিচ নিয়ে সবথেকে ভালো বলতে পারবেন। এবার একানার সেই কুখ্যাত পিচ বিতর্কে কার্যত জল ঢেলে দিলেন সে দিনের ম্যাচে ভারতের নায়ক সূর্যকুমার যাদব। তাঁর দাবি যে পিচেই খেলা হোক না কেন নিজের পারফরম্যান্সটাই আসল। পিচের আলাদা করে কোন গুরুত্ব নেই।
আরও পড়ুন… ভিডিয়ো: হঠাৎ রেগে গেলেন কোহলি, আশ্রমের ভিতরে ভক্তের ছবি তোলা দেখে চটলেন বিরাট
আমদাবাদে তৃতীয় এবং সিরিজের ভাগ্য নির্ধারক ম্যাচের আগে পিচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় দলের সহ অধিনায়ককে। সূর্য জানান, ‘আমরা (আমি এবং হার্দিক) বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই আলোচনার মূল জায়গা ছিল ভবিষ্যতে আমাদের সামনে যা আসবে, আমাদের হাতে যা থাকবে তা নিয়েই এগিয়ে যেতে হবে। কোন মাটিতে খেলা হচ্ছে তার উপর কোন কিছুই নির্ভর করে না। কারণ এই জিনিসটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদেরকে মানিয়ে নিতে হবে। মাঠে আমাদেরকে মানিয়ে নিতে হবে। পরিবেশ,পরিস্থিতি সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। তবে এটা বলতে পারি ম্যাচটা কিন্তু একটা শ্বাসরুদ্ধকর(দ্বিতীয় টি-২০) ম্যাচ ছিল।’
আরও পড়ুন… Ind vs NZ 3rd T20I: সিরিজ নির্ণায়ক ম্যাচে নামার আগে শাহরুখের পাঠান দেখে নিজেদের তাতাল মেন ইন ব্লুজ
তিনি আরও যোগ করে বলেন, ‘যে কোন ম্যাচ হোক, তা সে ওয়ানডে হোক বা টি-২০, হাই-স্কোরিং হোক বা লো -স্কোরিং ম্যাচ, ম্যাচে লড়াই হলে, উইকেটে লড়াই হলে তবেই সেটার গুরুত্ব থাকে। সবাই মাঠে নেমে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চায়। সেটাকে গ্রহণ করেই এগিয়ে যেতে হবে। আমি ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছি। তারপরে আন্তর্জাতিক ক্রিকেটটা খেলতে আসায় আমার খুব একটা সমস্যা হয়নি। নিজেকে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। সেখান থেকেই ইনিংসের সূচনা করতে হবে। তবেই আসবে সাফল্য।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here