উইকেটকিপারের সঙ্গে ষাঁড়ের মতো গুঁতোগুঁতি, তবু ক্যাচ ছাড়লেন না দয়াল- ভিডিয়ো
পারস্পরিক বোঝাপড়ার লেশমাত্র চোখে পড়েনি। একই ক্যাচ ধরার জন্য উইকেটকিপারের সঙ্গে দৌড় শুরু করেন শর্ট ফাইন-লেগ ফিল্ডার। বল দু’জনের মাঝামাঝি জায়গায় ছিল। কল করেননি কেউ। বলের দিকে নজর ছিল কিপার ও ফিল্ডার দু’জনেরই। যথা সময়ে বলের নাগালে পৌঁছে যান দুই ক্রিকেটারই। ফল যা হওয়ার তাই হয়।
কিপার ও ফিল্ডার নিজেদের মধ্যে ষাঁড়ের মতো গুঁতোগুঁতিতে জড়িয়ে পড়েন। অবাক করার বিষয় হল যে, এমন সংঘর্ষ সত্ত্বেও ক্যাচ মিস হয়নি। বল তালুবন্দি করেন ফিল্ডার যশ দয়াল। কিপার কেএস ভরতের দস্তানা ছিল ঠিক তার নীচেই।
আমদাবাদে গুজরাট টাইটানসের ৪ উইকেটে ২০৪ রানের জবাবে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ইনিংসের ২.৩ ওভারে মহম্মদ শামির বলে স্টেপ-আউট করে বড় শট খেলার চেষ্টা করেন নাইট ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তবে ব্যাটসম্যানকে স্টেপ-আউট করতে দেখে শামি বল ঠুকে দেন। ফলে গুরবাজের ব্যাটে ঠিকমতো কানেক্ট হয়নি বল।
কিপারের সঙ্গে ধাক্কা সত্ত্বেও যশ দয়ালের দুর্দান্ত ক্যাচের ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে
হাওয়ায় ভেসে যাওয়া বল ধরার জন্য একসঙ্গে দৌড় শুরু করেন ভরত ও দয়াল। শেষমেশ সংঘর্ষ এড়াতে না পারলেও শরীর ছুঁড়ে ক্যাচ ধরে নেন যশ। ফিল্ড আম্পায়ারদের তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে হয় ক্যাচ ঠিকমতো ধরা হয়েছে কিনা তা যাচাই করার জন্য। কেননা দুই ক্রিকেটারের ধাক্কায় বল ঠিক মতো দেখাই যায়নি।
যদিও ব্যাটসম্যান বুঝে গিয়েছিলেন ভবিতব্য। তিনি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত সামনে আসার আগেই ডাগ-আউটের পথে হাঁটা লাগান। শেষমেশ টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট হয়ে যায় যে, যথাযথ ক্যাচ ধরেছেন দয়াল।
For all the latest Sports News Click Here