‘উঁচাই’-এর দলে কেন নাম নেই অমিতাভের? সোশ্যাল মিডিয়া উত্তেজনা
‘উঁচাই’ ছবিটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য, ইতিবাচক প্রতিক্রিয়া মেলার জন্য এই ছবির টিমের তরফে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা প্রকাশ্যে আনা হয়েছে। একই সঙ্গে সেই বার্তায় জানানো হয়েছে যে ছবিটিকে এখনই ওটিটি প্ল্যাটফর্মে আনা হবে না কারণ এখনও ছবিটি বক্স অফিসে বেশ ভালোই সাড়া পাচ্ছে। ভক্তরা এই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁদের।
রাজশ্রী প্রোডাকশনের তরফে ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয় মঙ্গলবার। সেখানে এই ছবির সমস্ত অভিনেতা থেকে কলাকুশলীদের সই দেখা যায়। কিন্তু ভক্তরা দেখেন সেখানে সবার সই থাকলেও অমিতাভ বচ্চনের কোনও সই নেই। অথচ তিনি এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একজন অভিনেতা ছিলেন।
এই ধন্যবাদ জ্ঞাপনের পোস্টে যাঁদের সই ছিল তাঁরা হলেন পরিচালক সুরজ বরজাতিয়া, প্রযোজক কমল কুমার বরজাতিয়া, মহাবীর জৈন, অজিত কুমার বরজাতিয়া, নাতাশা মালপানি অসওয়াল, গীতিকার ইরশাদ কামিল, সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী সহ অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা, নীনা গুপ্ত, সারিকা, পরিণীতি চোপড়া, নাফিসা আলি সোধি।
এই পোস্টের একটি অংশে লেখা ছিল, ‘আমরা, রাজশ্রীর উঁচাই ছবির সমস্ত কলাকুশলীরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাদের এবং আমাদের ছবিকে এতটা ভালোবাসা দিয়েছেন এবং পাশে থেকেছেন। সেই সমস্ত দর্শকদের অনেক ধন্যবাদ যাঁরা গোটা পরিবার এবং প্রিয়জনদের নিয়ে হলে গিয়েছেন এবং ছবিটি দেখেছেন। আপনাদের জন্যই এই ছবি সফল হয়েছে। এই নিয়ে চতুর্থ সপ্তাহেও ছবিটি বক্স অফিসে চলছে ভালো ভাবেই। তাই আমরা চাই এই ছবি আগামী আর কিছুদিন এভাবেই বক্স অফিসে ভালো ব্যবসা করুক। খুব শীঘ্রই এই ছবি অনলাইনে মুক্তি পাবে না।’
এই পোস্টে এক ভক্ত কমেন্ট করে জানান, ‘অমিতাভ বচ্চন স্যারের সই কোথায়?’ আরেকজন লেখেন, ‘মিস্টার বচ্চনের কোনও সই নেই?’ অনেকেই আবার এই ছবির প্রশংসা করেন। একজন লেখেন, ‘দুর্দান্ত ছবি সুরজ স্যার। আপনার ছবি থেকে সবসময়ই কিছু না কিছু শিখি।’ আরেক ব্যক্তি লেখেন, ‘ সিনেমা বড়পর্দায় দেখার জন্যই তৈরি হয়, বিশেষ করে উঁচাইয়ের মতো ছবি।’
এই ছবিটি গত ১১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে। এই ছবিতে চার বন্ধুর গল্প দেখা যাবে যাঁরা তাঁদের বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছেন এবং একটি স্বপ্ন সফল করতে চান। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির পর সুরজ এই ছবির মাধ্যমে বলিউডে ফিরে এলেন।
For all the latest entertainment News Click Here