‘ঈশ্বর দেখছেন’, জাতীয় দলে সুযোগ না পেয়ে ইঙ্গিতবাহী পোস্ট পৃথ্বী-সহ একঝাঁক তরুণের
সরাসরি কোনও মন্তব্য করেননি। কিন্তু নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্ট করলেন পৃথ্বী শ, রবি বিষ্ণোই, নীতিশ রানা, সিদ্ধার্থ কৌল এবং উমেশ যাদব। একমাত্র উমেশ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে আছেন। বাকিরা কোনও দলেই সুযোগ পাননি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে কার্যত দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে ভারত। বিশ্রাম নিয়েছেন একাধিক তারকা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজে অবশ্য পূর্ণশক্তির দল ঘোষণা করা হয়েছে। কিন্তু পুরো দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় সারির দলেও পৃথ্বীরা সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠছে।
তারইমধ্যে ভারতীয় দল ঘোষণার কিছুটা পরেই ইনস্টাগ্রাম স্টোরিতে সাইবাবার ছবি পোস্ট করেন পৃথ্বী। তাতে ভারতীয় দল নির্বাচন নিয়ে একটি শব্দ খরচ না করলেও পৃথ্বীর ইঙ্গিত যে সেদিকেই ছিল, তা নিয়ে সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের।তিনি লেখেন, ‘আশা করছি যে আপনি সবটা দেখছেন।’ যে পৃথ্বী চলতি মরশুমে সৈয়দ মুস্তাক ট্রফিতে প্রায় ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেটে রান করেছেন। সাত ম্যাচে করেছেন মোট ২৮৫ রান। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যেভাবে খেলার কথা বলেন, সেই ধাঁচের সঙ্গে পুরোপুরি মিলে যায় পৃথ্বীর খেলার ধরণও।
পৃথ্বীর মতোই ভারতীয় দল ঘোষণার পর ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতবহ ছবি পোস্ট করেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা রানা। তাতে লেখা, ‘HOPE – Hold On, Pain Ends (আশা – অপেক্ষা করুন, বেদনায় ইতি পড়বে)।’ আপাতত চলতি মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন। সাত ম্যাচে করেছেন ৩০৭ রান। গড় ৫১.১৭। স্ট্রাইক রেট ১৪৩.৪৬। ছন্দে ছিলেন রঞ্জি ট্রফিতেও। আইপিএলে অবশ্য তেমন আহামরি খেলেননি রানা।
ইনস্টাগ্রাম স্টোরিতে বিষ্ণোই পোস্ট করেছেন, ‘ধাক্কার থেকে প্রত্যাবর্তনটা সবসময় জোরদার হয়।’ একইসুরে সিদ্ধার্থ কৌল বলেছেন, ‘গতির থেকে অভিমুখ বেশি গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়া উমেশ যাদব বলেছেন, ‘আপনি হয়ত আমায় বোকা বানাতে পারবেন। কিন্তু ঈশ্বর যে দেখছেন, সেটা মনে রাখবেন।’
For all the latest Sports News Click Here