ঈশিতার গ্ল্যামার যেন ফেটে পড়ছে, হাই-স্লিট গাউনে সারলেন ম্যাটারনিটি ফটোশুট
ঈশিতা দত্ত (Ishita Dutta) এবং বৎসল শেঠের (Vatsal Sheth) পরিবারে আসছে নতুন সদস্য। তার আগেই হবু বাবা মা সেরে ফেললেন ম্যাটারনিটি ফটোশ্যুট। শুক্রবার ইনস্টাগ্রামে এই ফটোশ্যুটের একাধিক ছবি শেয়ার করলেন ঈশিতা। তাঁদের এই শুটের থিম ছিল ফুল। অভিনেত্রীকে এদিন সাদা এবং পিচ রঙের গাউনে দেখা যায়। অন্যদিকে বৎসলের পরনে ছিল একই সঙ্গে স্যুট এবং প্যান্ট। এই তারকা জুটির প্রথম সন্তান আর কদিন পরেই ভূমিষ্ট হতে চলেছে।
ঈশিতাকে এদিন একটি হাই স্লিট গাউনে দেখা যায়। পিচ রঙের গাউনে সাদা কাজ ছিল। বৎসল পরেছিলেন সাদা শার্ট, পিচ জ্যাকেট, প্যান্ট এবং ব্রাউন জুতো। তাঁরা বিভিন্ন পোজে এদিন ছবি তোলেন। অভিনেতাকে স্ত্রীর পেটে হাত রেখে কপালে চুমু খেতেও দেখা যায়।
এই তারকা জুটি এই ফটোশ্যুটের ছবি শেয়ার করে লেখেন, ‘কোনও ভাষা নেই এই অনুভূতিকে ব্যাখ্যা করার। ধন্যবাদ আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য।’ তাঁদের এই পোস্টে অভিনেত্রী তানভী ঠক্কর কমেন্ট করেন। তিনি লেখেন, ‘হে ঈশ্বর! এটা কী সুন্দর!’ অমিতা পাঠক সাচার বলেন, ‘কী ভালো লাগছে তোমাদের। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’ এক ভক্ত তাঁদের পোস্টে কমেন্ট করে লেখেন, ‘ভীষণ মিষ্টি জুটি তোমরা। অনেক শুভেচ্ছা।’ আরেক অনুরাগী লেখেন, ‘অনেক শুভেচ্ছা নিও।’
গত মার্চ মাসে প্রথম একটি ছবি পোস্ট করে ঈশিতা এবং বৎসল জানান যে তাঁরা বাবা মা হতে চলেছেন। সেই ছবি পোস্ট করে তাঁরা জানান, ‘সন্তান আসছে।’
২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন ঈশিতা এবং বৎসল। তাঁরা প্রথম খুব ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্বটাই পরে প্রেমে রূপান্তরিত হয়। ঈশিতাকে শেষবার দৃশ্যম ২ (Drishyam 2) ছবিতে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here