‘ইয়ে দিল দিওয়ানা’ গানটি শ্যুট করেন শাহরুখের ডুপ্লিকেট! ছবিতে দেখে বুঝেছিলেন?
আপনি কি শাহরুখ খানের ভক্ত? উত্তর ইতিবাচক হলে ‘পরদেশ’-এর ‘ ইয়ে দিল দিওয়ানা’ গানটা নিশ্চয়ই আপনার অজানা নয়। কিন্তু জানেন কি, বিখ্যাত গানের শ্যুটের সময় সেটেই থাকতে পারেননি ‘বাদশা’? তাহলে গানের দৃশ্যে তাঁকে দেখা গেল কী করে? ম্যাজিক নাকি অন্য কিছু? যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছিলেন পরিচালক সুভাষ ঘাই।
এক সাক্ষাৎকারে সুভাষ বলেন, ‘আমরা দু’দিনে গানটি তৈরি করেছিলাম। অন্ধেরির ছোট্ট একটা স্টুডিয়ো পেয়েছিলাম আমরা। সেখানে সোনু নিগমকে ডেকে নিয়েছিলাম। ওকে বলেছিলাম, গানটা এত জোরে গাইতে যাতে মনে হয় হাতুড়ি পেটাচ্ছে।’
ঠিক করা হয়, একদম শেষে শ্যুট করা হবে ওই গান। কিন্তু তার দু’দিন আগেই সেট ছেড়ে বাড়ি ফিরে যেতে হয় শাহরুখকে। সুভাষ বলেন, ‘মনে হয়, গৌরী তখন অন্তঃসত্ত্বা ছিল। তাই ওকে দিল্লি চলে যেতে হয়। দু’তিন দিন পর্যন্ত অপেক্ষা করা তখন ওর পক্ষে সম্ভব ছিল না।’
(আরও পড়ুন: অতিমারীতে শাহরুখের পরিবারে টাকা কামিয়েছেন শুধু গৌরী, বন্ধুকে জানিয়েছেন খোদ বাদশা)
শ্যুট চলাকালীন পরিচালককে সব বিষয়েই যথাসাধ্য সাহায্য করেছিলেন শাহরুখ। কিন্তু তীরে এসে শেষমেশ তরী ডুবে যাবে? নায়ককে ছাড়া গানের শ্যুট হবে কী ভাবে? সেই মুশকিল আসনের রাস্তা খুঁজে নিয়েছিলেন সুভাষ। শুধু ক্লোজ আপ শটগুলি শাহরুখের রেখে বাকি গানটি তাঁর ডুপ্লিকেটকে নিয়ে শ্যুট করার সিদ্ধান্ত নেন তিনি।
(আরও পড়ুন: ‘আমার উপর ভরসা রাখুন গুরুজি’- বিগ বি-কে আশ্বাস রণবীরের, রইল নয়া ঝলক)
প্রথমে লস অ্যাঞ্জেলসে গানটি শ্যুট করা হয়। সুভাষ বলেন, ‘আমি ওকে (শাহরুখ) সকাল সাতটা নাগাদ আসতে বলেছিলাম। গাড়ি তৈরি ছিল। তিনটি ক্লোজ আপ শট দিতে বলি ওকে। সেই সকালে দু’ঘণ্টার মধ্যে গানটি শ্যুট করি। লক্ষ্য করলে দেখবেন, নির্দিষ্ট একটি নয়, নানা জায়গায় ঘুরে গানটি শ্যুট করা হয়েছে। গাড়ির সব লং শটগুলি শাহরুখের ডুপ্লিকেটের দেওয়া। শাহরুখ শুধু ক্লোজ আপগুলো দিয়েছিল।’
For all the latest entertainment News Click Here