ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের বিরুদ্ধে ফের তোপ, তাহলে কি হাত ছাড়বে শ্রী সিমেন্ট
অবশেষে ইস্টবেঙ্গলের হাত ছাড়তে চলেছে শ্রী সিমেন্ট। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই স্পোর্টিং রাইটস ক্লাবকে ফিরিয়ে দেবে শ্রী সিমেন্ট। এমন কথাই জানিয়েছেন শ্রী সিমেন্ট গোষ্ঠীর অন্যতম কর্তা শ্রেণিক শেঠ। তার মতে ক্লাব কর্তাদের জন্যই এসসি ইস্টবেঙ্গল তারা সফল ভাবে কাজ করতে পারেননি। শ্রেণিক শেঠ বললেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবের গৌরব ফেরাতে আমরা এই দলের হাল ধরেছিলাম। কিন্তু গত ২ বছরে ক্লাব ভালো ফলাফল করতে পারিনি। সেকারণে পুরো টাকাটাই জলে গেল। আবারও বলব, শুধুমাত্র নিজেদের চেয়ারের লোভেই বর্তমান কর্তারা আমাদের কাজ করতে দিল না। দুই মরশুম স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পর যদি পারফরম্যান্স না আসে, তখন না হয় আমাদের দিকে অভিযোগের আঙুল তুলতে পারত।’
শ্রেণিক শেঠ স্পষ্ট করেছেন যে ক্লাব সমর্থকদের জন্যই তারা স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছেন। তিনি বলেছেন, ‘আমরা ক্লাবকর্তাদের জন্য কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থককে বঞ্চিত করতে পারব না। এখনও যদি স্পোর্টিং রাইটস আমরা রেখে দিই, তাহলে ভবিষ্যতে ক্লাবের নতুন ইনভেস্টর পেতে এবং দলগঠণ করতে সমস্যা হতে পারে। আমরা ইস্টবেঙ্গল ক্লাবের উন্নতির জন্যই গাঁটছড়া বেঁধেছিলাম। এছাড়া আমাদের আর অন্য কোনও স্বার্থ ছিল না।’
ক্লাবকর্তাদের বিরুদ্ধে কড়া তোপ দেগে ক্লাব ছেড়ে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন শ্রেণিক শেঠ। তাঁর কথায়, ‘ক্লাবকর্তারা আমাদের কাজই করতে দিল না। ওরা কখনই চায়নি যে ওদের ক্ষমতা বিন্দুমাত্র কমে যাক। সেকারণেই আমরা শেষপর্যন্ত চলে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘প্রথম মরশুমে ইস্টবেঙ্গল কর্তারা আমাদের খুবই খারাপ ভারতীয় ফুটবলার দিয়েছিল। তারপর রবি ফাওলার কয়েকজন বিদেশি ফুটবলার নিয়ে আসেন বটে, কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এরপরও ক্লাবকর্তারা চুক্তিপত্রে সই করলেন না। তাঁদের দাবি ছিল, চুক্তিপত্রে সই করলে নাকি ক্লাব সদস্যদের মাঠে ঢুকতে দেওয়া হবে না। মোহবাগান ক্লাবও তো এভাবেই চলছে। কিন্তু ওদের কোনও সদস্যকে কি আটকানো হচ্ছে?’
For all the latest Sports News Click Here