ইস্টবেঙ্গলের সঙ্গে ৮ বছরের সম্পর্কে ইতি, মোহনবাগানে যাচ্ছেন ইশান পোড়েল!
এই মুহূর্তে ভারতীয় ফুটবলে চলছে দলবদলের পালা। ফুটবলাররা এক দল থেকে অন্যদলে যোগ দিচ্ছেন। শুধু ফুটবল নয়, বর্ষার এই মরশুমে যেখানা ময়দান জুড়ে কলকাতা লিগ চলছে, ঠিক সেখানেই ক্রিকেটের দলবদলেও নেমে পড়েছে ক্লাবগুলি। বর্ষা চলে গেলেই অর্থাৎ পুজোর কিছু পরেই শুরু হয়ে যাবে ঘরোয়া ক্রিকেট লিগ। প্রথম ডিভিশন, দ্বিতীয় ডিভিশনের ক্লাবগুলি নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে। মোহনবাগান হোক কিংবা ইস্টবেঙ্গল আসন্ন ঘরোয়া মরশুমের জন্য দল গঠনে ইতিমধ্যেই নেমে পড়েছে তারা।
নিজেদের দল গঠনে কোনও রকম খামতি রাখতে চাইছেন না ক্লাবের কর্মকর্তারা। প্রচুর সংখ্যক তরুণ ক্রিকেটারদের নিয়ে এই বছরের দল গঠন করছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। কাজী জুনেইদ সইফি, শাকির গান্ধী, সুদীপ ঘরমি, অঙ্কুর পাল, সচিন যাদবরা মোহনবাগানে যোগ দিতে পারেন। এমনই সম্ভাবনা প্রবল। পাশাপাশি দীর্ঘ আট বছর ইস্টবেঙ্গলের হয়ে খেলার পর সম্পর্ক ছিন্ন করেন ইশান পোড়েল এই বছর মোহনবাগানে যোগ দেবেন। বাংলার এই তারকা পেসার মোহনবাগান ক্রিকেট দলের যোগ দেওয়ার ফলে তাদের শক্তি যে অনেকটাই বাড়বে তা বলাই বাহুল্য।
অন্যদিকে দল গঠনের বিষয়ে পিছিয়ে নেই মোহনবাগানের চির প্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলও। নিজেদের মতো করে সর্বোচ্চ শক্তিশালী দল গঠন করতে মরিয়া তারা। জানা যাচ্ছে অভিষেক দাস, শুভ্রজিৎ দাস, মিথিলেশ দাস, অয়ন ভট্টাচার্য, ঋত্বিক চট্টোপাধ্যায়, বিনীত ময়রা, বলকেশ যাদব, অমিত কুইলারা ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন। তারুণ্যের উপর নির্ভর করে দল গড়তে চাইছে ইস্টবেঙ্গল কতৃপক্ষ। যাতে ঘরোয়া মরশুমে সিএবির টুর্নামেন্টগুলি জিততে পারে।
সদ্য শেষ হয়েছে দলীপ ট্রফি। এরপর শুরু হবে দেওধর ট্রফি, মুস্তাক আলি ট্রফি সহ একাধিক ঘরোয়া টুর্নামেন্ট। বোর্ডের ঘরোয়া মরশুম পুরোদমে শুরু হয়ে গেলে বাংলার খেলার জন্য অনেক ক্রিকেটারকেই ক্লাবগুলি পাবে না। সেই সব দিক দেখে দল গঠন করতে চাইছে তারা। শুধু এই দুই প্রধান নয়, পাশাপাশি প্রথম ডিভিশন এবং দ্বিতীয় ডিভিশনের ক্লাবগুলিও নেমে পড়েছে দলগঠনে। ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে।
For all the latest Sports News Click Here