ইস্টবেঙ্গলকে ডজ দিয়ে ওড়িশার পথে লোবেরা, নতুন উদ্যমে কোচের খোঁজ শুরু EB কর্তাদের
ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিলেন ওড়িশা এফসি। সের্জিয়ো লোবেরাকে কার্যত ছিনিয়ে নিল প্রতিবেশী রাজ্য। লোবেরার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা কার্যত পাকা হয়ে গিয়েছিল। যদিও লিখিত চুক্তি হয়নি। কিন্তু লাল-হলুদকে ড্রিবল করে লোবেরা চলে গেলেন ওড়িশায়।
শুধু ওড়িশা বা ইস্টবেঙ্গল নয়, হায়দরাবাদ এফসি-ও লোবেরাকে কোচ করার জন্য ছিপ ফেলেছিলেন। শেষ পর্যন্ত ওড়িশার টোপ গিললেন স্প্যানিশ কোচ। জানা গিয়েছে, গত বুধবার লোবেরা ওড়িশা এফসি-র চুক্তিপত্রে সই করে দিয়েছেন।
লোবেরার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। চুক্তির কাগজপত্রও পাঠিয়ে দিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। তবে সই করেননি লোবেরা। আসলে সেই সময়ে বলা হয়েছিল, সিটি গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ লোবেরা এনওসি না মিললে কোনও ক্লাবে সই করতে পারবেন না।
আরও পড়ুন: মেসির নাম শুনে তেলেবেগুলে জ্বললেন, মাঠেই পুরুষাঙ্গ দেখিয়ে বিতর্কে রোনাল্ডো, উঠল তাঁকে সৌদি থেকে তাড়ানোর দাবিও- ভিডিয়ো
আসলে লোবেরা এফসি গোয়া থেকে আইএসএলের টিম মুম্বই সিটি এফসির কোচ হয়েছিলেন। তখন থেকেই স্প্যানিশ কোচ সিটি গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ। ওই গ্রুপেরই হাত ধরে চিনের ক্লাব সিচুয়ান জিউনিউয়ের কোচিংয়ের দায়িত্ব নেন গত মরশুমে। যাইহোক এখন তিনি চিনের ক্লাব সিচুয়ান জিউনিউ-এর কাছ থেকে রিলিজ অর্ডার পেয়ে গিয়েছেন। তাই ওড়িশায় সই করতে বাধা নেই।
আরও পড়ুন: আটলেটিকো মাদ্রিদকে ৪-১ ধুলিসাৎ করল জুনিয়র টিম ইন্ডিয়া, বিদেশে সম্মানিত ভারতীয় ফুটবল
হঠাৎ করেই এমন ভোল বদলালেন কেন লোবেরা? শোনা যাচ্ছে, চিনের ক্লাব থেকে তিনি ছাড়পত্র নিয়ে দ্রুত ভারতে ফিরতে চাইছিলেন। সেটি ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্তাদেরও জানান। কিন্তু লাল-হলুদের বিনিয়োগকারী কর্তারা আবার লোবেরার কিছু শর্ত নিয়ে দ্বিধায় ছিলেন। তিন বছরের চুক্তি মানতে চাইছিলেন না তাঁরা। তার পরেও বহুু দাবি ছিল তাঁর। আর্থিক অঙ্কটাও ছিলেন অনেক। তিনিও চিনের ক্লাব থেকে রিলিজ নিয়ে লাল-হলুদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন। তবে তিনি ইস্টবেঙ্গলকে ধোঁয়াশায় রেখে চলে গেলেন ওড়িশায়।
লোবেরা ডজ দেওয়ায় লাল-হলুদ কর্তারা হাল না ছেড়ে নতুন উদ্যোমে ঝাঁপিয়েছেন ভালো কোচের জন্য। বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে যোগাযোগ করেছে ইস্টবেঙ্গল। আর আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে তো কথাবার্তা চলছিলই।
For all the latest Sports News Click Here