ইষ্টি কুটুমের ‘বাহা’ ফের বিয়ে করলেন! তবে এবার রিয়েল লাইফে, দেখুন বিয়ের ছবি
অর্চি বাবুর বাহামণি সোরেনকে মনে আছে বটেক? স্টার জলসার ইষ্টি কুটুম ধারাবাহিকের বাহাকে? হ্যাঁ, ঠিক ধরেছেন সুদীপ্তা চক্রবর্তীর কথা বলছি। যদিও এই চরিত্রে প্রথমে রণিতা দাসকে দেখা গিয়েছিল, পরে চরিত্রের মুখবদল হয়। এই অভিনেত্রী আবার বিয়ের পিঁড়িতে বসলেন। তবে এবার আর পর্দায় নয়, বাস্তব জীবনে বিয়ে সারলেন তিনি। ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বিয়ে করলেন। সোশ্যাল মিডিয়ায় নতুন জীবন শুরুর বেশ কিছু ছবি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।
তাঁর যে সামনেই বিয়ে সেটা বিগত বেশ কয়েকদিন ধরে তবে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছিল। বিয়ের প্রস্তুতির নানান মুহূর্তে ছবি, ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আইবুড়ো ভাতের অনুষ্ঠান থেকে গায়ে হলুদ, সব কিছুর ছবিই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে পোস্ট করে। অবশেষে সমস্ত নিয়ম পেরিয়ে তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। আর তাঁদের বিয়ের সেই ভিডিয়ো এবার প্রকাশ্যে এল। বিয়ে মিটতেই অভিনেত্রী সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
সুদীপ্তা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিজে বিয়ের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেন। তাঁকে এদিন লাল রঙের বেনারসিতে দেখা যায়। বাঙালি কনের সাজে অনন্যা লাগছিল তাঁকে।
অভিনেত্রীকে যাঁকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনিও এই বিনোদন জগতেরই। তিনি পার্থসারথি জোয়ারদারের ছেলে। স্বর্ণশেখর নিজেও অভিনয় করেন। একই সঙ্গে তিনি গানও করেন। তাঁদের একত্রে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি এর আগে তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সম্পর্ক নিয়ে তাঁদের কখনই তেমন রাখঢাক করতে দেখা যায়নি।
ইষ্টি কুটুম ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগাসিরিয়াল ছিল। টানা চার বছর সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক।
For all the latest entertainment News Click Here