ইশান নাকি ভরত- WTC Final-এ কে খেলবেন? ভারতের একাদশ বাছলেন সুনীল গাভাসকর
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচের জন্য নিজের পছন্দের ভারতীয় একাদশের নাম দিয়েছেন কিংবদন্তি ভারতের ব্যাটসম্যান সুনীল গাভাসকর। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনালেও উঠেছে। গত বারও তারা ফাইনালে উঠলেও, নিউজিল্যান্ডের কাছে বাজে ভাবে হেরে গিয়েছিল। তাই এ বার ৭ জুন থেকে শুরু হতে চলা ফাইনাল জিততে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
ওভাল টেস্ট ম্যাচের আগে স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময়ে সুনীল গাভাসকর বলেছেন যে, তাঁর আশা, ভারত ৩ জন পেসার এবং ২ জন স্পিনার নিয়ে খেলবে। প্রাক্তন অধিনায়ক জোর দিয়েছেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইশান কিষাণের আগে কেএস ভরতকেই দলে রাখা উচিত।
গাভাসকরের দাবি, ‘আমি প্রথমে ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলব। এবং সেটা হবে অনেকটা এ রকম, রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করবে। তিন নম্বরে (চেতেশ্বর) পূজারা, চার নম্বরে (বিরাট) কোহলি, পাঁচ নম্বরে নামবে অজিঙ্কা রাহানে।’
গাভাসকর বলেছেন যে, ছয় নম্বর পজিশন জাতীয় দলের জন্য কিছুটা উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। কারণ তাদের ভরত এবং কিষাণের মধ্যে কাউকে একটা বেছে নিতে হবে।
গাভাসকর বলেছেন, ‘আমি মনে করি, ছয় নম্বরে হয় (কেএস) ভরত বা ইশান কিষাণ খেলবে। হয়তো ওরা ভরতকেই খেলাবে। কারণ ভরত এখনও পর্যন্ত ও-ই সমস্ত ম্যাচ খেলেছে। তাই সম্ভবত ছয় নম্বরে ভরতের খেলবে।’
তিন পেসার এবং দুই স্পিনারের সমন্বয় চাইছেন সুনীল গাভাসকর। বর্ডার-গাভাসকর ট্রফির নায়ক অক্ষর প্যাটেলকে অবশ্য দলে রাখেননি প্রাক্তন ভারত অধিনায়ক।
গাভাসকর বলেছেন, ‘৭ নম্বরে থাকবেন (রবীন্দ্র) জাদেজা। যদি আমার ভাবনা ঠিক হয়, তা হলে আমি মনে করি, জাদেজা এবং (রবিচন্দ্রন) অশ্বিনকে ৭ ও ৮ নম্বরে খেলানো হবে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘৯, ১০ এবং ১১ নম্বরে যথাক্রমে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং হতে পারে শার্দুল ঠাকুর খেলবে।’
সুনীল গাভাসকরের পছন্দের ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।
For all the latest Sports News Click Here