ইশান নাকি ভরত- কাকে খেলানো হবে WTC ফাইনালে? উত্তর দিলেন রবি শাস্ত্রী আর কার্তিক
৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হতে চলা ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। গত বছরও উদ্বোধনী সংস্করণে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। তবে তারা নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। এবার দ্বিতীয় সংস্করণে টিম ইন্ডিয়া রোহিত শর্মার নেতৃত্বে তাদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে চাইবে। গত বার ফাইনালে বিরাট কোহলির নেতৃত্বে কিউয়িদের কাছে ভারত আট উইকেটের বিধ্বস্ত হয়েছিল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেএল রাহুল ছিটকে যাওয়ার পর, উইকেটকিপার নিয়ে দ্বিধাদ্বন্ধ শুরু হয়েছিল। এমনিতেই গাড়ি দূর্ঘটনার পর থেকে ঋষভ পন্ত ২২ গজের বাইরে ছিটকে গিয়েছেন। তার উপর ব্যাক-আপ উইকেটরক্ষক কেএল রাহুলও চোটের কারণে ছিটকে গিয়েছেন। যে কারণে উইকেটকিপার হিসেবে পরে কেএস ভরতের সঙ্গে ইশান কিষাণকে নেওয়া হয়। যদিও ঋদ্ধিমান সাহাকে ফেরানো নিয়েই শুরু হয়েছিল চর্চা। তবে তিনি সেই ব্রাত্যের তালিকায় থেকে গিয়েছেন।
ডব্লিউটিসি ফাইনালের আগে কথা বলতে গিয়ে, ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এবং আরসিবি-র দীনেশ কার্তিক উইকেটরক্ষকের সমস্যা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। ইশান আর ভরতের মধ্যে কাকে খেলানো হবে? আইসিসি রিভিউ-তে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রী বলেছেন, ‘দেখুন, এটা আর একটা কঠিন সিদ্ধান্ত। এখন যদি দুইজন স্পিনার খেলে, তা হলে আপনি চাইবেন ভরতই খেলুক।’
তিনি আরও যোগ করেছেন, ‘আপনাকে দেখতে হবে, কে ভালো কিপার। ভরত নাকি ইশান কিষাণ? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (বর্ডার-গাভাসকর ট্রফি) ভরতকে সব টেস্টেই সুযোগ দেওয়া হয়েছিল। ও সব টেস্ট ম্যাচই খেলেছিল। আমি তাই মনে করি, খুব স্বাভাবিক ভাবেই ও প্রথম পছন্দ হবে।’
ভারতকে বেছে নেওয়ার পরে, শাস্ত্রীও ব্যাখ্যা করেছেন যে, এর অর্থ এই নয় যে কিষাণ একজন ভালো প্লেয়ার নন। তিনি বলেছেন, ‘এখানে কিন্তু একজন আর একজনের চেয়ে অনেকটা ভালো, সে রকম বিষয় নয়। ব্যাটিংও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইশান কিষাণের ব্যাটিং মিডল-অর্ডারকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে দল কী রকম হবে, সেটাও একটা বিষয় হবে। চার জন ফাস্ট বোলারকে খেলানো হবে? খুব বেশি কি স্পিন হবে না এবং স্টাম্পের পিছনে ঠিকঠাক কেউ হলেই চলবে, তা হলে টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে। খেলার আগে হয়তো তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি একটা কথাই বলব, বর্তমান ফর্মও দেখা উচিত।’
এদিকে রবি শাস্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন করেছেন কার্তিকও। তিনি বলেছেন, ‘আমি মনে করি, ভরতই প্রথম পছন্দ হবে কারণ ইশান কিষাণের সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অভিষেক হলে, একটু বেশিই ঝুঁকি হয়ে যাবে। এবং ইশানের চেয়ে ভরত কিছুটা এগিয়েই রয়েছে।’
For all the latest Sports News Click Here