ইশান্তকে আরও বেশি করে খেলতে দেখার ইচ্ছাপ্রকাশ অজয় জাদেজার
শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৫তম মরশুম শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুর মাটিতে অনুষ্ঠিত হয়েছিল দু’দিনব্যাপী মেগা নিলাম। সেই নিলামের আসরে প্রথম দিনে অবিক্রিত ছিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। পরের দিন তার বেস প্রাইস ২ কোটি টাকাতেই তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। আইপিএলের ১৫তম মরশুমের উদ্বোধনী ম্যাচে ৩৪ বছর বয়সি পেসার উমেশ যাদবের বোলিং কেকেআরের, সিএসকের বিরুদ্ধে জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিল। সেকথা মাথায় রেখেই প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার মন্তব্য ইশান্ত শর্মার মতন বোলারকে তিনি আইপিএলে আরও বেশি করে খেলতে দেখতে চান।
অজয় জাদেজা মনে করেন অনেক সময়ই ইশান্তের মতন বোলারদের একটি ফর্ম্যাটের ক্রিকেটের জন্য ফিট বলে দাগিয়ে দেওয়া হয়। বিষয়টা মোটেও এমন হয়া উচিত নয়। অভিজ্ঞতাকে সম্বল করে যে কোন ফর্ম্যাটেই ইশান্ত উপযুর্পরি ভূমিকা পালন করতে পারেন বলে ধারণা অজয় জাদেজার। অজয় জাদেজা মনে করেন উমেশের ফর্মে ফেরা যেমন কেকেআরের পক্ষে ভিল তেমন ইশান্তের পক্ষেও ভাল হয়েছে।
জাদেজার মন্তব্য ‘কলকাতার জন্য উমেশের ফর্মে ফেরা বিগ প্লাস। কারণ ভীষণ অ্যাটাকিং বোলার। ব্যাট হাতেও যথেষ্ট ভাল খেলতে পারে। চক্রবর্তীর সঙ্গে ওর ২৭ রানের পার্টনারশিপ তার প্রমাণ। ও একজন অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার। আইপিএলে অনেক ক্রিকেটারকে টাইপকাস্ট করা হয়। তার প্রধান কারণ উইকেটের চরিত্র। আমি চাইব ইশান্ত শর্মা আরও বেশি করে আইপিএলে খেলুক। দেশের জার্সিতেও ১০০টির উপর টেস্ট ম্যাচ খেলেছে। ওর অভিজ্ঞতার একটা আলাদা জায়গা রয়েছে। নিলামের চিন্তাভাবনাই থাকে পাটা পিচে কি করে খেলা হবে। কোন বোলারকে খেলানো হবে। উমেশকে একেবারে শেষ বেলাতে দলে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে ও অন্যতম প্রোডাক্টিভ বোলার। ধারাবাহিকতাটাই আসল।’
For all the latest Sports News Click Here