ইলিয়ানার সাদা পোশাক জুড়ে লাল ছোপ! হবু সন্তানের বাবার নতুন ছবি দিলেন নায়িকা
মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এপ্রিল মাসেই এই সুখবর নেটপাড়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকেই জোরচর্চা নায়িকার হবু সন্তানের বাবাকে নিয়ে। সন্তানের পিতৃপরিচয় ফাঁস করেননি অভিনেত্রী। ওদিকে বিয়ের আগেই মা হওয়া নিয়ে অকারণে কটূক্তির শিকার হতে হয়েছে ইলিয়ানাকে। নীতি পুলিশদের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন ইলিয়ানা। সম্প্রতি সেরে এসেছেন বেবিমুনও।
সন্তানের পিতৃপরিচয় ফাঁস না করলেও নিজের মিস্ট্রিম্যানের সঙ্গে আদুরে মুহূর্তের ঝলক আজকাল সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ইলিয়ানা। ফের একবার ইলিয়ানার ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এল তাঁর ভালোবাসার মানুষের ঝলক। সাদাকালো সেই ছবিতে ইলিয়ানার পোষ্যকে আদর করতে দেখা গেল নায়িকার প্রেমিককে। মাথা নীচু করে সারমেয়কে আদরে ভরিয়ে দিচ্ছেন সেই রহস্য়ময় পুরুষ। তাঁর মুখ একেবারেই স্পষ্ট নয় ছবিতে। ক্য়াপশনে নায়িকা লিখেছেন, ‘পাপ্পি লাভ’। ছবিতে ঢিলেঢালা রাতপোশাকে দেখা গেল ইলিয়ানার সন্তানের বাবাকে। মুখে দাড়ি, লম্বা-চাওড়া চেহারার এই সুুপুরুষের মুখ দেখতে উদগ্রীব নেটিজেনরা।
অন্য একটি ছবিতে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। সাদা পোশাকের উপর লাল ছোপ, ক্যাপশনে ইলিয়ানা লেখন- ‘সাদা পাজামা পরে বেশি আত্মবিশ্বাসী হওয়া ঠিক নয়, বিশেষত টমাটো সস রান্নার সময়’।
গত মাসে প্রেমিকের সঙ্গে একটি ঝাপসা ছবি পোস্ট করে ভালোবাসার বার্তা দিয়েছিলেন ইলিয়ানা। মাতৃত্ব নিয়ে লিখেছিলেন, ‘মাতৃত্ব সুন্দর থেকে সুন্দরতর অভিজ্ঞতা.. আমি ভাবিনি যে আমি এমন অভিজ্ঞতা অর্জন করতে পারব তাই এই যাত্রায় নিজেকে অসম্ভব সৌভাগ্যবতী মনে হচ্ছে। তোমার ভেতরে বেড়ে ওঠা একটা জীবন অনুভব করা কতটা সুন্দর, তা বর্ণনা করাও সম্ভব না। বেশিরভাগ দিনই আমি আমার বাম্পের দিকে তাকিয়ে থাকি আর বলি আমি শীঘ্রই তোমাকে দেখতে পাব আমার কখনও খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে। চোখের কোনে জল চলে আসে। হাতড়েও আশা খুঁজে পাই না।’
প্রেমিক সম্পর্কে ইলিয়ানা লিখেছিলেন, ‘আর মাঝেমধ্যে আমি ভুলে যাই যে আমার নিজের প্রতি আরও সহৃদয় হওয়া উচিত, সেদিন সুন্দর মানুষটা আমার ঢাল হয়ে ওঠে। যখন আমি ভেঙে পড়ি তখন সে আমাকে আগলে রাখে আর চোখের জল মুছে দেয়। আমাকে হাসাতে মজাদার কথা বলে। আমাকে জড়িয়ে ধরে শান্ত করে। ও জানে আমার কী প্রয়োজন।’
উল্লেখ্য, ইনস্টাগ্রামে একটি ছবিতে মিস্ট্রি ম্যানের হাতে হাত রেখে ছবি শেয়ার করেছিলেন হবু মা ইলিয়ানা। যেখানে নজর কেড়েছে অনামিকার হিরের আংটি, যা দেখে অনেকেরই ধারণা গোপনে বাগদান কিংবা বিয়েও সেরে ফেলেছেন ইলিয়ানা। তবে কোনওকিছুই স্পষ্ট করেননি ‘বরফি’ খ্যাত নায়িকা।
আপতত প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন ইলিয়ানা। জানা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা জুটির প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা। তবে লরেন্টই এই মিস্ট্রিম্যান কিনা তা জানা নেই!
For all the latest entertainment News Click Here