ইরফানের ছেলে বলে বাড়তি সুবিধে নয়, ‘অডিশন দিয়ে বার বার বাদ পড়েছি’, বললেন বাবিল
বাবা ইরফান খানের পথ অনুসরণ করতে চান। অভিনয় করতে চান বাবিল খান। ‘কালা’ ছবিতে দিয়ে বলিউডে ডেবিউ করছেন ইরফান পুত্র। অন্বিতা দত্ত পরিচালিত ‘কালা’ ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নেটফ্লিক্স অরিজিন্যাল এই ছবিতে স্বস্তিকার সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, বাবিল খান। ইরফান খানের ছেলে বলে কি বলিউডে কোনও বাড়তি সুবিধে পাচ্ছেন বাবিল? ইন্ডাস্ট্রিতে কাজ পেতে কি কোনও সুবিধে হচ্ছে তাঁর?
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সম্প্রতি সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, ‘আমি সবসময় নিজেকে উত্তরাধিকারের সঙ্গে তুলনা করি। বুঝতেই পারছেন কাঁধে গুরু দায়িত্ব রয়েছে। আমি এমন একজন ব্যক্তি কোনও কিছু করার বিষয় নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।’
আরও পড়ুন: ‘মেয়েকে ট্রোল, ধর্ষণের হুমকি’, এক সময় ডিপ্রেশনে ভোগেন অনুরাগ, রিহ্যাবে যান ৩ বার
যোগ করেছেন, ‘প্রায় দু’বছর আগে এই ছবির শ্যুটিং করেছি। অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি। সবসময় আশ্চর্য হই যে ‘আমি যদি এটা বা ওটা করতাম’। তবে আমি এটাও বিশ্বাস করি, আপনি যে শিল্পেই থাকবেন তার নিজস্ব যাত্রা রয়েছে। সেক্ষেত্রে নিজের মধ্যেকার অহং বোধকে দূরে সরিয়ে রাখতে হবে।’
ইরফানের পুত্র হওয়ার দরুন বাবিলের প্রতি প্রচুর মানুষের প্রত্য়াশা রয়েছে। ইরফার খান নিজের সময়কার বিখ্যাত অভিনেতা। তবে এর সুবিধাও রয়েছে, বলেছেন বাবিল। তিনি জানিয়েছেন, ‘বাবার সমস্ত কাজই ছিল বেশির ভাগ ক্ষেত্রে মানুষের সঙ্গে সংযোগ রাখা। তিনি পুরস্কার, বা কে তাকে প্রযোজনা বা পরিচালনা করছেন সেদিকে খেয়াল করেননি। তিনি শুধু জানতেন যে তাকে এই চরিত্রটি করতে হবে এবং তিনি এটি দিয়েই মানুষের মনে দাগ কাটবেন। সেটা আমার মধ্যেও এসেছে।’
অবশ্য কাজ পাওয়ার ক্ষেত্রে এই সুবিধা খাটেনি বলে জানিয়েছেন বাবিল। ইরফান পুত্রের কথায়, কাজ পাওয়া তো দূর। বারবার অডিশন দিয়েও বাদ পড়তে হচ্ছে তাঁকে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না আমার মাকে কখনও ফোন করে কারও কাছে অনুগ্রহ করতে হয়েছে। নিজেকে গিয়ে অডিশন দিতে হয়, নয়তো বাড়িতে এখনও মারধর খেয়ে যাই মায়ের কাছে। এটাই আমাদের সংস্কার। ভাঙার কোনও সম্ভাবনা নেই।’
আরও যোগ করেছেন, ‘এখনও প্রতিদিন আমি অডিশন দিয়ে চলেছি। সেখান থেকে বাদ পড়ছি। যদি কিছু ভুল করে ফেলি মা ভীষণ রেগে যায়। কিন্তু কোনওদিনও ফোন ঘুরিয়ে কাউকে বলবে না, ওকে এই কাজটা করতে দেওয়া হোক। এটা আমাদের আদর্শের বিরুদ্ধে। আমার মনে হয় মানুষও এটা জানে।’
‘কালা’ ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখছেন প্রয়াত অভিনেতা ইরফান খান ও সুতপা শিকদারের ছেলে বাবিল। সাইকোলজিক্যাল এই থ্রিলার ঘরানার ছবির পরিচালক অন্বীতা দত্ত, প্রযোজনায় ‘ক্লিন স্লেট ফিল্মজ’। ২ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কালা’।
For all the latest entertainment News Click Here