‘ইয়েস বয়’, টেস্টে মুকেশ প্রথম উইকেট নিতেই সবার আগে দৌড়ে এলেন বিরাট- ভিডিয়ো
ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ৫১তম ওভার শুরু। বল করতে এলেন বাংলার জোরে বোলার মুকেশ কুমার। জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছেন তিনি। ওভারের তিন নম্বর বল কির্ক ম্যাকেঞ্জির ব্যাটের কোনায় লেগে ইশান কিষানের হাতে যেতেই শূন্যে লাফিয়ে চিৎকার করে ওঠেন তিনি। ছুটে এলেন বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, যশস্বীরা। জাতীয় দলের হয়ে প্রথম উইকেট, সেটাও আবার বিদেশের মাটিতে।
বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতা হয়ে জাতীয় দলের জার্সি গায়ে তুলে নেওয়ার লড়াইটা খুব একটা সহজ ছিল না। পারিবারিক অনটনের কথায় মাথায় রেখে বাবার সঙ্গে চাকরির খোঁজে চলে আসেন কলকাতায়। ট্যাক্সি চালাতেন বাবা। তবে ততদিনে ক্রিকেটের স্বাদ তিনি পেয়ে গিয়েছেন।
শিবপুর ইনস্টিটিউটে ট্রায়াল দিয়ে সুযোগ পেয়ে যান বাংলার দলে। ভিশন ২০২০-র প্রকল্পে তাঁর নাম পাঠানো হয় সিএবিতে। বাংলার প্রাক্তন ক্রিকেটার রণদেব বসুর নজরে পড়েন তিনি। তৎকালীন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি মুকেশের হাতে নিজের কিট তুলে দেন। সেই থেকে লড়াই শুরু মুকেশ কুমারের। অভিষেক ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ভিডিয়ো কল করেন নিজের মাকে। সেই কল পোস্ট করেছে বিসিসিআই। দেখা গিয়েছে আবেগে চোখের জল পড়ছে। এত দিনের পরিশ্রম স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনি। অবশেষে সেই সুযোগ আসে নিজের ৬.৩ বলের মাথায়।
যার উইকেট তিনি নিলেন সেই ম্যাকেঞ্জিও নিজের জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন। লড়াইটা ভালোই করছিলেন তিনি। তবে ৩২ রানের শেষ হয়ে যায় তাঁর ইনিংস। ক্রিকেট দেবতা হয়তো অন্য আরও এক অভিষেককারীকে নায়ক বানানোর কথা ভেবে রেখেছিলেন। মুকেশ তাঁর প্রথম উইকেট নেওয়ার পরই বৃষ্টি নামে। খেলা বন্ধ করে দিতে হয়। ১১৭ রানের দুই উইকেট হারিয়ে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে লড়াই চালাচ্ছেন ব্রেথওয়েট। ১৬১ বল খেলে ৪৯ রান করেছেন তিনি। আজ খেলা শুরু হলে খুব একটা অঘটন না ঘটলে অর্ধশতরান তিনি করছেন। তবে নিজের দলকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বার করে আনতে পারেন কিনা সেটাই দেখার। আজ মুকেশ আরো কয়েকটি উইকেট তুলতে পারেন কিনা সেই দিকে নজর থাকবে প্রত্যেকের। নতুন তারকার জন্মের মঞ্চ হয়ে থাকলো ওয়েস্ট ইন্ডিজের মাঠ।
For all the latest Sports News Click Here