ইমামি গ্রুপের সঙ্গে আলোচনা সারল ইস্টবেঙ্গল, অংশীদারিত্ব থেকে দল গঠন নিয়ে হল বৈঠক
রবিবার (২৯ মে) ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইমামি গ্রুপের নাম ঘোষণা করেন। দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে বিনিয়োগকারী পাওয়ায় লাল-হলুদ সমর্থকরা ধরে প্রাণ ফিরে পেয়েছিলেন। তবে তৈরি হয় অন্য সমস্যা।
ইমামি গ্রুপের কর্ণধার বিনিয়োগের বিষয়ে যাবতীয় তথ্য নিয়ে নিজেই ধন্দে থাকায় চিন্তায় পড়ে যান সমর্থকরা। নাম ঘোষণা হয়ে গেলেও, দুই তরফে দল তৈরি থেকে নানা বিষয়ে নিয়ে কোনওরকম আলাপ আলোচনার নামগন্ধ পাওয়া যাচ্ছিল। ৯ তারিখ থেকে সরকারিভাবে খেলোয়াড় কেনাবেচার উইন্ডো খুলবে। তবে তার আগে থেকেই একাধিক দল নিজেদেপ টিম তৈরির কাজে লেগে পড়েছে। গত বারের মতো যেনতেন করে শেষ মুহূর্তে যেন আবার দল গড়তে বসতে না হয়, সেই নিয়েই ছিল সমর্থকদের মূল চিন্তা।
আরও পড়ুন:- দৌড়ে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল, গোয়া ছেড়ে মুম্বই সিটি এফসির পথে নগুয়েরা
তবে বুধবার (১ জুন) অবশেষে আলোচনা সেরে নিল ইস্টবেঙ্গল ও ইমামি গ্রুপের কর্তারা। দুই তরফে চারজন করে কর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়ে দিয়েছেন আলোচনা ইতিবাচকই হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যেই সরকারিভাবে কাগজপত্রে সই সাবুত থেকে কার কত অংশীদারিত্ব, সবটা স্পষ্ট হয়ে যাবে। তিনি জানান, ‘বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওদের তরফে বলা হয়েছে টিম গঠনের কাজ চালিয়ে যেতে। দ্রুতই আমরা আবারও বৈঠকে বসব।’
আরও পড়ুন:- ফের লাল-হলুদে সার্থক গলুই, চুক্তি ৩ বছরের, ডিফেন্সে শক্তি বাড়াল ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল যে দল গঠন নিয়ে চিন্তিত নয়, তেমনটা নয়। বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা তারা বলেই রেখেছে। তবে সরকারিভাবে চুক্তি সই না হলে, কিছুই করা সম্ভব নয়। তাই ইমামি ও ইস্টবেঙ্গলের এই বৈঠক সমর্থকদের স্বস্তি দেবে। এই বৈঠকেই ইমামির হাতে ফুটবলস্বত্ব তুলে দেওয়া হবে বলে ইস্টবেঙ্গলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
For all the latest Sports News Click Here