ইমন-নীলাঞ্জনের সংসারে আসছে নতুন অতিথি? জল্পনার মাঝে কী জানালেন গায়িকা
ভক্তদের মধ্যে জোর গুঞ্জন, মা হতে চলেছেন ইমন চক্রবর্তী? তাঁর এবং নীলাঞ্জন ঘোষের সংসারে কি একরত্তি আসছে? এই সবের প্রশ্নের উত্তর গায়িকা নিজেই দিলেন। কিন্তু হঠাৎ কেন এমন গুঞ্জন উসকে গেল? কেনই বা তাঁদের সম্পর্ক নিয়ে এভাবে চর্চা শুরু হল? আসলে সব কিছুর নেপথ্যে আছে একটি পোস্ট। আর সেখান থেকেই এত ভাবনা, পরিকল্পনা, জল্পনা, ইত্যাদির সূত্রপাত।
বুধবার, ১৪ জুন ইমন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন ‘আর বিলম্ব না!!’ ব্যাস এখান থেকেই সবাই ধরে নেন তিনি মা হতে চলেছেন। দেরি না দেখে সবাই ভাবেন ইমন নীলাঞ্জনের পরিবারে নতুন সদস্য আসছে। অমনি শুভেচ্ছা বার্তায় উপচে পড়ে কমেন্ট বক্স। এক এক করে কমেন্ট আসতে থাকে, ‘দারুণ খবর’, ‘একরাশ ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন’, কেউ আবার লেখেন ‘সন্তান সুস্থ ভাবে পৃথিবীর আলো দেখুক।’
কিন্তু বুধবার রাতে যে গুঞ্জন উসকে গিয়েছিল পরদিন, ১৫ জুন সকালবেলায় তাতে নিজেই জল ঢাললেন গায়িকা। জানিয়ে দিলেন তিনি মা হচ্ছেন না। তিনি এদিন তাঁর পোস্টে লেখেন, ‘বন্ধুগণ, আমি আমার গানের কথা বলছিলাম। অন্য ভালো খবর হলে আমরা নিজেরাই দেব। দয়া করে অন্য কিছু এখনই ভাববেন না।’
ইমনের কথায় তিনি সন্তান চান। কিন্তু এখনই সেই সময় নয়। তিনি যখন প্রস্তুত হবেন তখন তাঁদের পরিবারে নতুন অতিথি আসবে। ইমনের সঙ্গে শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক থাকলেও পরে সেটা পরিণতি পায়নি। পরে তিনি নীলাঞ্জনের সঙ্গে সম্পর্কে যান। এখন তাঁরা হ্যাপিলি ম্যারেড কাপল। যদিও কিছুদিন আগে রটে যায় যে তাঁর জন্যই নাকি শোভন আর স্বস্তিকার সম্পর্কে ফাটল ধরেছে। যদিও সেটাও নাকচ করে দেন গায়িকা। ইমন বলেন, ‘আমি চাই ওরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দুজনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।’
For all the latest entertainment News Click Here