ইমনের লাইভ শো-র শেষে কান্না খুদে ভক্তর, মন রাখতে কী করতে হল গায়িকাকে?
ইমন চক্রবর্তীর গানের ভক্ত এখন আট থেকে আশি। ভক্তদের সঙ্গে কাটানো নানা সুন্দর মুহূর্ত তিনি প্রায়ই ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। মাসখানেক আগে তিনি ট্রেনের একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন। যেখানে দেখা গিয়েছিল একটা বাচ্চাকে ‘টাপা টিনি’ গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে তাঁর মা-বাবা।
ইমন এবার যে ভিডিয়োটি শেয়ার করলেন তাতে দেখা গেল এক খুদে ভক্ত শো শেষে ইমনের কাছে এসে কাঁদতে কাঁদতে অভিযোগ করেছে। কারণ ইমন গাননি ‘আলাদা আলাদা’ গান, যা তার প্রিয়। অবশেষে খুদের মন ভোলাতে ‘আলাদা আলাদা’ গাইতেই হল ইমনকে। শুধু তাই নয়, গানের শেষে ইমনের সঙ্গে গলাও মেলাল সেই ছোট্ট মেয়েটি। আরও পড়়ুন: বরের সঙ্গে সব ছবি মুছলেন আসিন, ‘মাইক্রোম্যাক্স’-কর্তা রাহুলকে ডিভোর্স দিচ্ছেন?
সুন্দর এই মুহূর্ত শেয়ার করে ইমন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘ও শো-র শেষে কাঁদতে কাঁদতে আমায় এসে বলল তুমি তো আলাদা আলাদা সব গাইলে না। আমি তারপর ওর জন্য গাইলাম। ওর হাসি আমার মন জয় করে নিয়েছে। এটাই শক্তি সংগীতের। অনুপম রায়কে আবারও ধন্যবাদ এরকম একটা গানের জন্য। শুভেচ্ছা কৌশিক গঙ্গোপাধ্যায় ও টিম অর্ধাঙ্গিনীকে। জয় জগন্নাথ।’ আরও পড়ুন: ‘সৃজন এই নাচ দেখলে…’, ক্রপ টপে উদ্দাম নাচ নিম ফুলের মধু-র ‘রুচিরা’ সৌমির
ইমনের এই পোস্টে এক ভক্ত মন্তব্য করলেন, ‘এইরকম একটি অসাধারণ মুহূর্ত!!!! চোখে জল এল ইমন চক্রবর্তী। আপনি সুরে থাকুন, সুস্থ থাকুন।’ দ্বিতীয় জনের মন্তব্য, ‘স্টেজ পারফরম্যান্সের পরও এত ধৈর্য্য ধরে দর্শকদের কথা শুনে আবার তাকে তার আবদারের গান শোনানো এবং সেটাও এত আনন্দের সাথে, এত মিস্টি করে, এটা মুখের কথা নয়। ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে তোমার সাথে। তুমি ফুলের মত পবিত্র। আগামী দিনগুলো আরও উজ্জ্বল হোক তোমার।’ তৃতীয় জনের মন্তব্য, ‘ছোট্ট মেয়েটির জন্য আমরাও গানটি শুনতে পেলাম। অনেক ধন্যবাদ।’
প্রসঙ্গত, বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’। ২ জুন মুক্তি পেয়েছিল ছবিখানা। টলি বাংলা বক্স অফিসের একটি রিপোর্ট অনুসারে, মুক্তির প্রথম ১০ দিনে বক্স অফিসে ১.৫ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। যা বাংলা সিনেমা হিসেবে বেশ ভালোই বলা চলে। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন কৌশিক সেন, জয়া আহসান এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
For all the latest entertainment News Click Here