ইন্দোনেশিয়ার বিরুদ্ধে কোনওক্রমে ড্র ভারতের, খেলার মান নিয়ে উঠছে প্রশ্ন
শুভব্রত মুখার্জি: ভিয়েতনামে হাঙ্গ থিঙ্গ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং সিঙ্গাপুর দুই দল। ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও লড়াই করে ড্র করল ভারতীয় দল। ম্যাচে ভারতের হয়ে গোল করেন আশিক কুরুনিয়ান। সিঙ্গাপুরের হয়ে গোলটি করেছেন ইকসান ফান্ডি। এদিন ফান্ডির গোলে ম্যাচে এগিয়ে গিয়েছিল সিঙ্গাপুর। ভারতের হয়ে সমতা ফেরান আশিক কুরুনিয়ান।
শনিবার ভিয়েতনামের থঙ্গ নাট স্টেডায়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। তবে দুই দল বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের মুখ খোলেনি। খেলার ৩৭ মিনিটে গোল হয়। একটি বিশ্বমানের ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইকসান ফান্ডি। ফান্ডির জোরালো শট হঠাৎ করেই বাধা পেয়ে দিক পরিবর্তন করে। ফলে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধুর কিছুই করার ছিল না। বল পর্যন্ত শেষ মুহূর্তে গুরপ্রীত পৌঁছে গেলেও ভারতকে গোল খাওয়া থেকে আটকাতে পারেননি।
৪৩ মিনিটে ভারতের সামনে সমতা ফেরানোর একটি সুযোগ চলে এসেছিল। সেই সুযোগ থেকে সমতা ফেরাতে ভুল করেননি আশিক কুরুনিয়ান। জিকসন সিংয়ের কাছ থেকে বল পেয়ে সুনীল ছেত্রী সেই বল পাস করেন আশিককে। গোলের সামনে প্রায় ফাঁকা থাকা আশিক গোল করে সমতা ফেরাতে ভুল করেননি। সিঙ্গাপুরের গোলরক্ষক হাসান সানি এগিয়ে এসে গোলের মুখ ছোট করে দিলেও গোল খাওয়া আটকাতে পারেননি। বিরতিতে যাওয়ার সময় স্কোর ছিল ১-১। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ভারত। তবে গোলের একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারার কারণে ম্যাচ শেষ হয় ১-১ ফলে।
ম্যাচ শেষে সুনীল ছেত্রী জানান ‘কয়েকটা জিনিস আমরা আরো ভালো করতে পারতাম। বেশ কিছু সুযোগ আমরা নষ্ট করেছি। হয়ত আমরা আরও একটু ভাল করে ডিফেন্স করতে পারতাম। আমি নিশ্চিত এই বিষয়টি নিয়েই কোচ আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমি কঠোর না হয়েই বলছি কয়েকটা জিনিস আমাদের আরো ভালো করা উচিত ছিল। আবহাওয়া নিয়ে আমরা কোনও অজুহাত দেখাতে চাই না। আমরা দু’দিন আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম। তবে এটা বলব এখানকার আবহাওয়া কিছুটা হলেও আলাদা। তবে বেশ ভালো। মাঠটাও খুব ভালো ছিল।’ ভারত তাদের পরবর্তী ম্যাচ খেলবে আয়োজক ভিয়েতনামের বিরুদ্ধে।
∆ ভারত: ১
∆ সিঙ্গাপুর: ১
For all the latest Sports News Click Here