‘ইন্ডিয়াজ লাফটার চ্যাম্পিয়ন’-এর বিজয়ী রজত! পুরস্কার হিসেবে কত টাকা পেলেন জানেন?
শনিবার শেষ হল ‘ইন্ডিয়াজ লাফটার চ্যাম্পিয়ন’-এর প্রথম সিজন। রজত সুদের মাথায় উঠল বিজেতার মুকুট উঠল। দিল্লির এই কৌতুকশিল্পীর লড়াই ছিল মুম্বইয়ের নীতেশ শেট্টি, ভিগনেশ পাণ্ডে, জয়বিজয় সচন এবং হিমাংশু বাওন্দরদের বিরুদ্ধে।
পুরস্কার হিসেবে ট্রফির সঙ্গে ২৫ লক্ষ টাকা পেয়েছেন রজত। কমেডির পাশাপাশি তিনি কবিতা এবং গানও লেখেন। গত বছর দূরদর্শনে ‘শ ক্রোড় কি কবি’তেও অংশগ্রহণ করেছিলেন রজত।
প্রতিযোগিতায় প্রথম হয়ে উচ্ছ্বসিত রজত। তিনি বলেন, ‘উদযাপন শুরু হওয়ার পর যখন আমার নাম ঘোষণা করা হল, আবেগঘন হয়ে পড়েছিলাম। আমি জিতেছি, এ কথা বিশ্বাস করতে কয়েক মিনিট লেগেছে। এই মুহূর্তটার কথা অনেক ভেবেছি। কিন্তু সত্যিই যখন জিতলাম, অবাক হয়ে গেলাম। আমার মা-বাবার সামনে প্রথম পারফর্ম করলাম। সেই মুহূর্তটা আমার জীবনে মাইলফলক হয়ে থাকল।’
তাঁর সংযোজন, ‘ওঁরা অনলাইনে আমার কন্টেন্ট দেখেছেন। কিন্তু সেই বিষয়ে আমার সঙ্গে কখনও কথা বলেননি। ওঁদের উপস্থিতি আমার কাছে আশীর্বাদ। আমার বাবা খুবই খুশি। ওঁর চোখে আমাকে নিয়ে গর্ব দেখতে পাচ্ছি। এ বার আরও অনুষ্ঠান করব। আমাকে আরও পরিশ্রম করতে হবে। আরও ভালো কাজ করার ইচ্ছা। আমি আরও পড়াশোনা করব। একজন ভালো শিল্পী হয়ে উঠব।’
অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় দেবেরাকোন্ডা এবং অনন্যা পাণ্ডে। নিজেদের ছবি ‘লাইগার’-এর প্রচারের জন্য এসেছিলেন তাঁরা। ছিলেন কৌতুকশিল্পী সুনীল গ্রোভারও।
১১ জুন শুরু হয়েছিল ‘ইন্ডিয়াজ লাফটার চ্যাম্পিয়ন।’ এ বার এই অনুষ্ঠানের পরিবর্তে আসবে ‘দ্য কপিল শর্মা শো।’
For all the latest entertainment News Click Here