ইন্ডিয়ান স্পোর্টস অনার্স ২০২৩-এ চাঁদের হাট! হাজির ছিলেন বিরাট-অনুষ্কা, রণবীর
বৃহস্পতিবার, ২৩ মার্চ আরব সাগরের পাড়ে মায়ানগরী মুম্বইতে অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান স্পোর্টস অনার্স ২০২৩। এই অনুষ্ঠানের রেড কার্পেটে দেখা মিলল একাধিক তারকার। বিরাট কোহলি থেকে অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন। দীপিকা এবং রণবীরকে এদিন দেখা যায় অভিনেত্রীর বাবা তথা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোনের সঙ্গে। এছাড়া এই অনুষ্ঠানে এদিন অজয় দেবগন, অভিষেক বচ্চন, অঙ্গদ বেদি, নেহা ধুপিয়া, প্রমুখকে দেখা গিয়েছে বাদ জানি শুভমন গিল এবং অলিম্পিকে সোনা জেতা ‘সোনার ছেলে’ নীরজ চোপড়াও।
বিরাট এবং অনুষ্কাকে তেমন অ্যাওয়ার্ড শোতে দেখা না গেলেও তাঁরা এদিন উপস্থিত ছিলেন। বিরাট এদিন একটি ডার্ক স্যুট পরেছিলেন সঙ্গে লাল রঙের ক্রাভাট দেখা যায় তাঁর পকেটে। অন্যদিকে অনুষ্কা পরেছিলেন একটি অফ শোল্ডার গাউন এবং হিরের কানের দুল। তাঁদের ছবি দেখে অনেকেই তাঁদের প্রশংসা করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘সেরা জুটি।’ আরেক অনুরাগী লেখেন, ‘ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’
রণবীর, দীপিকা দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন এদিন। অভিনেত্রীর বাবা প্রথম ভারতীয় ছিলেন যিনি অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ১৯৮০ সালে।
অজয় দেবগনকে এদিন সাদা শার্ট এবং কালো কোট প্যান্টে দেখা গিয়েছে। তাঁকে আগামীতে ভোলা ছবিতে দেখা যাবে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভীষণ সিং বেদির ছেলে অঙ্গদ বেদি এবং নেহা ধুপিয়া এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অঙ্গদের পরনে ছিল নীল শাড়ি এবং নেহা পরেছিলেন সবুজ রঙের শাড়ি।
প্রো কাবাডি লিগের জয়পুর পিঙ্ক প্যান্থার গ্রুপের মালিক অভিষেক বচ্চনকেও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। তাঁকেও আগামীতে ভোলা ছবিতে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here