ইন্ডাস্ট্রিতে আমার শক্রুর সংখ্যা বেশি, কলকাঠি করে অনেকে কাজ কেড়ে নিয়েছে: বিপ্লব
একটা সময় টলিগঞ্জের ডাকসাইটে ‘ভিলেন’ ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। রুপোলি পর্দায় হোক বা টেলিভিশনে, তাঁকে দেখলেই দর্শকদের গা জ্বলত। বাড়ির ছোটদের মায়ের ‘দুষ্টুলোক’ বিপ্লবের ভয় দেখাতেন। কিন্তু বাস্তবজীবনে একদম উলটো এই স্পষ্টবাদী মানুষটা। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে পাঁচ দশক পার করে ফেলেছেন বিপ্লব চট্টোপাধ্যায়। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি তাঁর। পরবর্তীতে আশির দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী থেকে তাপস পাল-এর মতো নায়কদের ছবিতে একচেটিয়া ভিলেনের রোল করেছেন বিপ্লব চট্টোপাধ্যায়। তাঁর সেই অভিজ্ঞতা, সেই সফরই এবার উঠে এল বইয়ের পাতায়।
বুধবার কলকাতার প্রেস ক্লাবে প্রকাশিত হল বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী, ‘আমি বিপ্লব’। টলিউডের এই ‘স্ট্যাম্পমারা’ খলনায়ক এদিন বললেন, ‘সত্য় কথা বলার জন্য অনেককিছু হারাতে হয়েছে’, তবে এর জন্য কোনও আফসোস নেই তাঁর।
‘আমি বিপ্লব’-এর আনুষ্ঠানিক উন্মোচনে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ সন্দীপ রায়, শুভাশিস মুখোপাধ্যায়রা। এই আত্মজীবনী লিখনের দায়িত্ব সামলেছেন লেখক ও সাংবাদিক সুমন গুপ্তা। এদিন সংবাদমাধ্যমের সামনে বর্ষীয়ান অভিনেতার কন্ঠে ঝরে পড়ল আক্ষেপ। তিনি বললেন, দীর্ঘ কেরিয়ারে তাঁর বন্ধুর চেয়ে শক্রুর সংখ্যাই বেশি ইন্ডাস্ট্রিতে।
৭৫ বছর বয়সী অভিনেতা জানান, ‘আমার কাজ কেড়ে নেওয়ার লোক প্রচুর আছে, কাজ কেড়েও নিয়েছে। অনেকেই অন্যায় করেছেন, আমার নামে খারাপ কথা রটিয়েছেন, শত্রুতা করেছেন। কলকাঠি করে আমায় কাজ করতে দেননি। তাই ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুর সংখ্যা খুব কম, শত্রুর সংখ্যাই বেশি।’
এখান আর সেভাবে ইন্ডাস্ট্রিতে কাজের ডাক পান না, তবে অভিনয় চালিয়ে যেতে চান। অভিনেতা বলেন, ‘আমি কাজ করে যেতে চাই, আগেও বলেছি এখনও সেটাই বলছি।’ বাম সমর্থক হওয়াতেই কী কাজ মিলছে না? জবাব, ‘তা বলতে পারব না। জানি না, তবে উদয়ন পণ্ডিতকে দরকার, যে বলবে- দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’।
আজীবন বামপন্থার আদর্শে বিশ্বাসী থেকেছেন অভিনেতা। কমিউনিস্ট পার্টির হয়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন একসময়, ভোটে লড়েছিলেন। যদিও সেসব এখন অতীত। তবে বামপন্থার প্রতি বিশ্বাস অটুট। মমতা সরকার একহাত নিলেন, পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে বললেন, ‘একমাত্র সিপিএমই পারবে বাংলাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে’।
আরও পড়ুন-‘যারা আমাকে গালাগালি দিচ্ছে বেশ করছে’, ‘ব্যোমকেশ’ দেবকে খোঁটা, সাফাই রাহুলের
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here