ইনিংস দেরিতে শুরু করেও হাফ সেঞ্চুরি অম্বরীশের, কেক কেটে উদযাপন ৫০তম ছবির
টলিউডের ছোট তথা বড়পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। যদিও এই জগতে তাঁর পথচলা বেশ কিছুটা দেরি করেই শুরু হয়েছিল। কিন্তু দেখতে দেখতে তাঁর কেরিয়ারের ৫০ তম ছবি এসেই গেল। এখন তিনি সেই ছবিতে কাজ করছেন। আর সেই ৫০ তম ছবি হতে চলেছে তথাগত মুখোপাধ্যায়ের ছবি পারিয়া (Pariah)। আর এই বিশেষ মুহূর্তটাকে তিনি এই ছবির সেটেই উদযাপন করলেন।
রাজা গজা নো প্রবলেম ছবির হাত ধরে বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেতা। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। আর বরাবরই তাঁর অভিনয়ের দক্ষতা দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন। তৈরি হয়েছে তাঁর বিপুল ফ্যান বেস। আর এবার ৫০ তম ছবির পালা।
এই ছবির বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘বেশ ভালো লাগছে। আমি তো আগেই সিরিয়ালেই অভিনয় করতাম। সিনেমায় তো অনেক দেরি করে অভিনয় করা শুরু করি। তারপরও দেখতে দেখতে ৫০টি ছবিতে কাজ করে ফেললাম। এটা ভেবেই বেশ লাগছে।’
পারিয়া ছবিতে তাঁকে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে। তবে কোন চরিত্রে তাঁকে সবাই এখানে দেখবেন সেটা এখনই জানাতে চাননি অভিনেতা। তবে তিনি বড়পর্দায় কাজ করতে পেরেছেন ছোটপর্দার পরিচালকদের জন্য, এমনটাই তিনি জানিয়েছেন সদ্য। তাঁর কথায়, ‘ছোটপর্দার পরিচালক, প্রযোজকদের সাহায্য যদি না পেতাম তাহলে ছবিতে কাজ করতে পারতাম না। একই সঙ্গে আমি এত বাংলা ছবিতে কাজ করতে পেরেছি, সকলে সুযোগ দিয়েছেন বলেও আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।’
৩০ এপ্রিল, রবিবার তিনি তাঁর এই ৫০ তম ছবির উদযাপন করেন কেক কেটে। তাঁর এই ৫০ তম ছবির সঙ্গেই অভিনেত্রী অঙ্গনা রায়ের জন্মদিন পালন করা হয় পারিয়া ছবির সেটে। এদিন বানতলায় শ্যুটিং ছিল এই ছবির। আর কাজের ফাঁকেই তাঁরা সকলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন।
For all the latest entertainment News Click Here