ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! জেনে নিন বিরাট কোহলির কৃতিত্ব
সোশ্যাল মিডিয়াতে মাইলস্টোন স্পর্ষ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু ফুটবল মাঠেই নয়, সোশ্যাল মিডিয়াতেও নিজের দাপট দেখালেন সিআর সেভেন। ৪০০ মিলিয়ন ফলোয়ার পেয়ে নতুন রেকর্ড গড়লেন পর্তুগিজ সুপারস্টার। ২০২১ সালের সেপ্টেম্বরে রোনাল্ডোর ইনস্টাগ্রামের ফলোয়ার ছিল ২৩৭ মিলিয়ন। মাত্র ছয় মাসের মধ্যে ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার বেড়েছে ১৬৩ মিলিয়ন।
সদ্য ৩৭-এ পা রেখেছেন রোনাল্ডো। এমনিতে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় রোনাল্ডো। যার ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যাও হু হু করে বাড়তে থাকে। ইনস্টাগ্রামে এ বার তিনি টপকে গেলেন কাইলি জেনারকেও। ইনস্টাগ্রামে বর্তমানে সিআর সেভেনের ফলোয়ার সংখ্যা হয়েছে ৪০০ মিলিয়ন। বিশ্বে এই রেকর্ড আর কারোর নেই।
ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত ৩২৪২টি পোস্ট করেছেন সিআর সেভেন। তাঁর অনুরাগীর তালিকা যতই লম্বা হোক না কেন, তিনি কিন্তু ফলো করেন মাত্র ৫০১ জনকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৪০০ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে তালিকার এক নম্বরে থাকলেও, দুই নম্বরে থাকা কাইলি জেনার রয়েছেন অনেক পিছনে। তার ফলোয়ার্স সংখ্যা ৩০৯ মিলিয়ন। তিনে রয়েছেন লিওনেল মেসি, তার ফলোয়ার্স সংখ্যা ৩০৬ মিলিয়ন। সেলেনা গোমজ ও ডোয়াইন জনসন (দ্য রক)-এর ফলোয়ার্স সংখ্যা একই। ইনস্টাগ্রামে তাদের দুজনের ফলোয়ার্স ২৯৫ মিলিয়ন। জাস্টিন বিবার ২২০ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে রয়েছেন তালিকার ৯ নম্বরে। এই তালিকার ১৬ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তার ইনস্টাগ্রাম ফলোয়ার্সের সংখ্যা ১৮২ মিলিয়ন।
For all the latest Sports News Click Here