ইনস্টাগ্রামে পুরনো পোস্ট মুছলেন আদিত্য, সরলেন সোশ্যাল মিডিয়া থেকে! কিন্তু কেন?
সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎই সরে আসার সিদ্ধান্ত নিলেন নাকি গায়ক-হোস্ট আদিত্য নারায়ণ। গোটা ঘটনায় বেশ অবাক তাঁর অনুরাগীরা। ‘ডিজিটাল বিরতি’ ঘোষণা করেছেন উদিত-পুত্র। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন একটা ছোট্ট নোট। যেখানে লিখেছেন, পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে চান, ‘আসল জীবনকে বেশি গুরুত্ব দিতে চান এই ডিজিটালের থেকে’। হঠাৎ কী হল আদিত্যর?
একটি মিম শেয়ার করে আদিত্য লেখেন, ‘কেউ বন্দুক নিয়ে ঝাঁপ দেওয়ার আগে, আমি আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দিই যে আমি একেবারে ভালো আছি। আমি একটি ডিজিটাল বিরতিতে আছি। আমার মেয়ে, স্ত্রী, বাবা-মা এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছি। সঙ্গে আমার প্রথম অ্যালবাম Saansein-এর শেষ কিছু কাজও করছি। কেন আমি ইনস্টাগ্রাম থেকে সমস্ত পোস্ট মুছে ফেললাম? কারণ এটি আমার কাছে ডিজিটাল ক্যানভাসের মতো। আর আমি আমার আগের সব ছাপ মুছে নতুন করে শুরু করতে চাই, যেন একটি নতুন পেইন্টিং করছি।’
‘আমিও দৃঢ় বিশ্বাসী যে একজনকে অবশ্যই আমাদের বর্তমান সামাজিক সীমাবদ্ধতা থেকে সময়ে সময়ে বিচ্ছিন্ন হতে হবে, নিজের সঙ্গে সময় কাটাতে হবে এবং নিজের অন্দরে তাকাতে হবে। কারণ, সেখান থেকেই আমি জীবনের গভীরতম অন্তর্দৃষ্টি অর্জন করেছি। সুস্বাস্থ্যের আসলে অনেকগুলি দিক রয়েছে– শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক। আমি আমি একটি সুস্থ জীবনযাপন করার আকাঙ্খা রাখি, একদিক থেকে এটা আমার স্কুলে ফিরে যাওয়ার সময়।’, লেখেন আদিত্য।
‘আমি কিছু নতুন দক্ষতা অর্জন করার পাশাপাশি, পুরনোগুলোকেও ঝালিয়ে নিতে চাই, সঙ্গে কিছু তুচ্ছ কর্মকাণ্ডে লিপ্ত হওয়া তো আছেও। এককথায়, বাস্তবজগতে বেশি সময় ব্যয় করতে চাই, কোনও ডিজিটাল বুদবুদে নয়, যাকে আমরা অনেকেই বাস্তব বলে ধরে নিয়েছি বর্তমান সময়ে। জুলাইতে দেখা হবে (রেড হার্ট ইমোজি)।’, শেষে লেখেন আদিত্য।
পোস্টে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘তোমার ফেরার অপেক্ষায় রইলাম।’ আরেকজন লিখেছেন, ‘কী! আপনি জুলাই মাসে ফিরবেন! এতদিন!!! পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুস্থ সময় কাটান এই কামনা করি।’ ‘সবকিছুর জন্য শুভকামনা’, লিখলেন তৃতীয়জন।
আদিত্য ২০২০ সালে মুম্বইয়ের ইসকন মন্দিরে অভিনেতা শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান ত্বিশার।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here