ইদের কেনাকাটা করেছি, ভাইবোনেরা আমার থেকে ‘ইদি’ পাওয়ার জন্য বেশ উৎসাহী: মিথিলা
আজ ইদ, খুশির উৎসবো মাতোয়ারা ভারত, বাংলাদেশ সহ এশিয়ার আরও বেশকিছু দেশ। ইদের শুভেচ্ছা ভাগাভাগি করে নিয়েছেন দুই বাংলার মানুষ। চাঁদ দেখা যেতেই ইদ উদযাপন শুরু হয়ে গিয়েছে। এই উদযাপনে মেতেছেন তারকারাও। পরিবারের সঙ্গে ইদ কাটাতে দু’দিন আগে এবার বাংলাদেশে ফিরে গিয়েছেন অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। এবার কীভাবে ইদ কাটাবেন, সেসব নিয়েই নানান টুকিটাকি ফোনে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন রাফিয়াত রশিদ মিথিলা।
ইদের জন্য ঢাকায় ফিরেছেন?
মিথিলা: হ্যাঁ, এবার ইদে আমি বাংলাদেশেই আছি। (হাসি) আমার সঙ্গে আমার মেয়ে আইরাও আছে। চাঁদ রাত থেকেই ভাই-বোন সবাই মিলে ভীষণ আনন্দ করছি। বেশ সুন্দর কাটছে।
আর ইদের কেনাকাটা নিশ্চয় করেছেন?
মিথিলা: দু’দিন আগেই এসেছি, ইদের শপিং করেছি। আইরার জন্য তো কিনেছি, আত্মীয়-স্বজনদের জন্যও কিনেছি। ইদ উপলক্ষ্যে মামাবাড়ি, ফুফির (পিসি) বাড়ি যাওয়ার প্ল্যান রয়েছে। উপহার দেওয়া হবে। আমি যেহেতু তুতো ভাইবোনেদের থেকে অনেকটা বড়, তাই ওদের সালামি দিতে হবে, যেটাকে আমরা ‘ইদি’ বলি। কে কী পাবে তা নিয়ে সকলেই বেশ উৎসাহী।
আর খাওয়াদাওয়ার মেনু কী?
মিথিলা: হ্যাঁ, ইদের যেমন খাওয়াদাওয়া হয়, সেসব তো রয়েছে, যেমন সেমাই, পোলাও, মাংস এইসব। বেশ আনন্দে আছি, আমিই মাংস রান্না করছি। মায়ের সঙ্গে বাবাও রান্নাঘরে যোগ দিয়েছেন, আসলে সবাই মিলেই রান্নাবান্না করছি।
প্রসঙ্গত এই ইদেই মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার জনরার সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করছেন নাসিরুদ্দিন খান। এই সিরিজে মিথিলা, নাসিরুদ্দিন খান ছাড়াও রয়েছে বাংলাদেশের বহু জনপ্রিয় অভিনেতা। এদিকে এই এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা মিথিলার এপার বাংলার ছবি ‘মায়া’, যার পরিচালক রাজর্ষি দে। এছাড়াও অর্ণব মিদ্দার নারীকেন্দ্রীক ছবি ‘মেখলা’তে অভিনয় করছেন মিথিলা।
For all the latest entertainment News Click Here