ইদের আনন্দে মাতলেন উমরান, সিরাজ ও আবেশ, নতুন পোশাকে উঠল ছবি
ইসলামের পবিত্র কুরবানি ইদ অর্থাৎ ইদ-উল-আজহা উৎসবে অন্য রকম মেজাজে দেখা গেল ভারতীয় খেলোয়াড় উমরান মালিক, মহম্মদ সিরাজ এবং আভেশ খানকে। তারা বর্তমানে ইংল্যান্ডের মাটিতে রয়েছেন। পরিবার থেকে দূরে থাকলেও নিজেদের সতীর্থদের সঙ্গে ইদ উদযাপন করলেন তারা।
বর্তমানে এই তিন খেলোয়াড় ইংল্যান্ডে রয়েছেন। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডে ইদ উল আজহা উপলক্ষে সবাই একসঙ্গে ইদের নামাজ পড়েন। তিনজনই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে উমরান মালিক তার ভক্তদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন। উমরান তিন খেলোয়াড়ের সঙ্গে তার ছবি শেয়ার করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।
আরও পড়ুন… কামরান আকমলের বাড়ির সামনে থেকেই চুরি কুরবানির ছাগল!
মহম্মদ সিরাজ নিজের পোস্টে লিখেছেন, ‘পরিবারের মতো বন্ধুদের সঙ্গে ইদ-উল-আজহা মোবারক উদযাপন করলাম।’ আমরা আপনাকে বলে রাখি যে ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ডে রয়েছে এবং সেখানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। টি-টোয়েন্টি সিরিজের পর ওডিআই সিরিজও খেলবে ভারতীয় দল।
আরও পড়ুন… কামরান আকমলের বাড়ির সামনে থেকেই চুরি কুরবানির ছাগল!
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেকের সুযোগ পেয়েছিলেন ভারতের তরুণ পেসার উমরান মালিক। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও সুযোগ পাননি তিনি। উমরান ভারতের দ্রুততম বোলার। সবকিছু ঠিকঠাক চললে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারেন উমরান মালিক।
For all the latest Sports News Click Here