ইতিহাস চিরাগ-সাত্ত্বিক জুটির, এশিয়ান চ্যাম্পিয়নশিপের ডাবলসে প্রথম সোনা জয় ভারতের
ইতিহাস তৈরি করলেন সাত্ত্বিক সিরাজ এবং চিরাগ শেট্টি জুটি। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন এই দুই শ্যাটলার। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করল তারা।
এদিন এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালয়েশিয়ার অং ইউ সিন এবং টিও এ আই জুটির মুখোমুখি হয় সাত্ত্বিক সিরাজ এবং চিরাগ জুটি। আর সেই ম্যাচ টানটান উত্তেজনায় শেষ হয়। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হাসে ভারতীয় জুটি। প্রথম সেটে হারলেও শেষ দুই সেটে দুর্দান্ত লড়াই করেন সাত্ত্বিক এবং সিরাজ জুটি। শেষ দুই সেট জেতায় সোনা ছিনিয়ে নিতে কোনও রকম সমস্যা হয়নি এই দুই ভারতীয়র। ম্যাচের ফলাফল ১৬-২১, ২১-১৭ এবং ২১-১৯।
প্রথম সেটে বিপক্ষের কাছে কিছুটা হলেও পিছিয়ে পড়ে ভারতীয় জুটি। কোনও ভাবেই সেই সেটে আর ফিরে আসতে পারেনি তারা। সেই সেটে হারলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় সেটের শুরু থেকেই দাপট দেখায় ভারত। ফলে সাত্বিক এবং চিরাগের কাছে কিছুটা হলেও ব্যাকফুটে হাঁটতে হয় মালয়েশিয়ার জুটিকে। লড়াই করেও ম্যাচে ফিরতে পারেনি তারা। টানটান উত্তেজনায় শেষ হয় দ্বিতীয় সেট।
১-১ ড্র থাকায় কিছুটা হলেও অক্সিজেন ফিরে পান ভারতীয় শ্যাটলাররা। তৃতীয় সেটেও বিপক্ষকে কোনও রকম সুযোগ দেয়নি। তবে বিপক্ষ জুটি চেষ্টা চালিয়ে যান ভারতকে হারানোর। কিন্তু তাতে তারা সফল হয়নি। ভারতীয় জুটির কাছে তাদেরকে হারতে হয়। সেই সঙ্গে সঙ্গে সোনা জিতে নেয় ভারতীয় এই জুটি। এই প্রথম কোনও ভারতীয় জুটি এই টুর্নামেন্টে সোনা জিতল।
এর আগে ১৯৭১ সালে দীপু ঘোষ এবং রমন ঘোষ জুটি ব্রোঞ্জ পদক জেতেন। তারও আগে ১৯৬৫ সালে লখনউতে থাইল্যান্ডের সাঙ্গোব রাত্তানুসর্নকে হারিয়ে ভারতের দীনেশ খান্না পুরুষদের একক বিভাগে সোনা ছিনিয়ে আনেন। তবে ডবলসে সোনা এই প্রথম। সব মিলিয়ে দুই বার স্বর্ণপদক পেল ভারত।
তবে ইতিহাস সৃষ্টি করা ভারতীয় এই জুটির শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম গেমে সাত্ত্বিক-চিরাগ খুব বেশি কিছু করতে পারেনি। ১৬-২১ ব্যবধানে হারে। দ্বিতীয় গেমেও মালয়েশিয়ান জুটি ১৩-৭ এগিয়ে যায়। তারপরেই প্রত্যাখাত শুরু করে ভারতীয় জুটি। দ্বিতীয় গেমের স্কোরলাইন ১৫-১৪ নিয়ে যান তারা। দুর্দান্ত লড়াই করে সোনা জিতে নেয় ভারত।
For all the latest Sports News Click Here