ইতিহাস গড়লেন পার্থ, প্রথম ভারতীয় হিসেবে যুব তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে নজির
শুভব্রত মুখার্জি: তিরন্দাজির যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসেবে জয় পেলেন পার্থ সালুনখে। মহারাষ্ট্রের সাতারার ১৯ বছর বয়সী পার্থ গড়লেন নয়া নজির। অনূর্ধ্ব-২১ বিভাগে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে ফাইনালে জিতলেন পার্থ। ফাইনালে কোরিয়ার প্রতিইপক্ষকে হারিয়ে দেন পার্থ। যুব তিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার ভারতীয় তিরন্দাজরা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সবমিলিয়ে ভারত ১১টি পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করল। যার মধ্যে সবথেকে উজ্জ্বলতম নক্ষত্র হলেন পার্থ।
আয়ারল্যান্ডের লিমরিকের ফাইনালে দুরন্ত ফর্মে ছিলেন ১৯ বছর বয়সী পার্থ। শীর্ষে থেকেই শেষ করেন পার্থ সালুনখে। ক্রমতালিকায় সাত নম্বরে থাকা সঙ্গ ইনজুনের বিরুদ্ধে পাঁচ সেটের কঠিন লড়াই লড়েন তিনি। খেলার ফল পার্থের পক্ষে ৭-৩ (২৬-২৬, ২৫-২৮, ২৮-২৬, ২৯-২৬, ২৮-২৬)। এর ফলে প্রথম ভারতীয় হিসেবে যুব পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ বিভাগে সোনা জিতে নজির গড়েন তিনি। পাশাপাশি অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলা রিকার্ভ বিভাগে ও ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। পদক জেতেন ভজা কৌর। চাইনিজ তাইপের সু-সিন-ইউকে হারিয়ে দেন ৭-১ পয়েন্টে (২৮-২৫, ২৭-২৭, ২৯-২৫, ৩০-২৬)।
টুর্নামেন্টে ভারত ছটি সোনা, একটি রুপোরুপো এবং চারটি ব্রোঞ্জ পদক নিয়ে শেষ করেছে। ভারতের ইতিহাসে যা সেরা পারফরম্যান্স। ফলে পদক তালিকায় দক্ষিণ কোরিয়ার পিছনে দুই নম্বরে শেষ করেছে ভারতীয় দল। কোরিয়া ছয়টি সোনা এবং চারটি রুপো পেয়েছে। সালুনখে একটা সময়ে ১-৩’এ পিছিয়ে ছিলেন। কোরিয়ার প্রতিযোগী পরপর দুটি ১০ এবং তিনটি ৯ পয়েন্ট স্কোর করেন প্রথম ছটি তির ছুঁড়ে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০০৯ এবং ২০১১ সালে দীপিকা কুমারী এবং ২০১৯ এবং ২০২১ সালে কোমলিকা বারি ক্যাডেট এবং ইয়ুথ চ্যাম্পিয়ন হলেও রিকার্ভ বিভাগে তারা জেতেননি। সেই শূন্য স্থান পূরণ করলেন পার্থ সালুনখে।
For all the latest Sports News Click Here