ইতিহাস গড়তে পারল না মহামেডান, অধরা থাকল আই লিগ, আবারও বাংলাকে মাত কেরালার
Updated: 14 May 2022, 08:59 PM IST
- Gokulam Kerala vs Mohammedan: পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারল না মহামেডান স্পোটিং। সেইসঙ্গে গড়তে পারল না ইতিহাস। বরং ২-১ ব্যবধানে জিতে আই লিগ জিতল গোকুলাম কেরালা এফসি।
ইতিহাস গড়তে পারল না মহামেডান স্পোর্টিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলাম এফসির বিরুদ্ধে ২-১ গোলে হেরে আই লিগ হাতছাড়া হল সাদা-কালো ব্রিগেডের। যদিও প্রথমার্ধে বল পজেশনে অনেকটা এগিয়ে ছিল মহামেডান। হাতে অবশ্য কোনও লাভ হয়নি। কারণ গোলের সামনে ভালো ক্রস আসছিল না। বল এলেও একা পড়ে যাচ্ছিলেন মার্কাস জোসেফ। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে সেই সমস্যা কিছুটা কাটলেও ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। তারইমধ্যে ৪৯ মিনিটে প্রথম গোল করে গোকুলাম। ৫৬ মিনিটে সমতা ফেরালেও মহামেডানের আনন্দ স্থায়ী হয় মাত্র চার মিনিট। ৬০ মিনিটেই মহামেডানের জালে বল জড়িয়ে দেয় গোকুলাম।
আবারও ইতিহাস গড়তে পারল না মহামেডান, অধরা থাকল আই লিগ, আবারও বাংলাকে মাত কেরালার
শেষ বাঁশি বাজল। ইতিহাস গড়তে পারল না মহামেডান স্পোর্টিং। ২-১ ব্যবধানে জিতে আই লিগ ধরে রাখল গোকুলাম। তার ফলে সন্তোষ ট্রফিতে ফাইনালে হারানোর পর আরও একবার বাংলা বা বাংলার কোনও দলকে মাত দিল কেরালা বা কেরালার কোনও দল।
ডবল সেভ গোকুলাম গোলকিপারের
৯০+৭ মিনিট: ডবল সেভ গোকুলাম গোলকিপারের। তৃতীয়বারে কর্নার পেল মহামেডান।
সময় নষ্টের খেলা গোকুলামের!
৯০+৩ মিনিট: সময় নষ্টের খেলা গোকুলামের! কর্নার ফ্ল্যাগের সামনে দাঁড়িয়ে সময় পার করছে।
ছ’মিনিটে দু’গোল করতে পারবে মহামেডান?
৯০ মিনিট: অতিরিক্ত ছয় মিনিট দেওয়া হল। ছ’মিনিটে দু’গোল করতে পারবে মহামেডান?
অল্পের জন্য গোল এল না মহামেডানের
৮৮ মিনিট: ফয়সালের বল। গোলের সামনে থেকে ডান পা দিয়ে বলে টোকা দেওয়ার চেষ্টা মার্কোস জোসেফের। কিন্তু গোলে গেল না। এটার সঙ্গে কি মহামেডানের ট্রফিও হাতছাড়া?
রিয়াল মাদ্রিদ হতে পারবে মহামেডান স্পোটিং?
রিয়াল মাদ্রিদ হতে পারবে মহামেডান স্পোটিং? দিনকয়েক আগেই ৮৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে শেষের দিকে ২ গোল করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সমতায় ফিরেছিল রিয়াল। তারপর জিতে ফাইনালে উঠেছে।
কাউন্টারে বড্ড সময় নষ্ট, লাভ হল না মহামেডানের
৮৬ মিনিট: দ্রুত কাউন্টার অ্যাটাক মহামেডানের। কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে বড্ড সময় নিয়ে ফেলল।
সুবর্ণ সুযোগ হাতছাড়া মহামেডানের
৮৪ মিনিট: সুবর্ণ সুযোগ হাতছাড়া মহামেডানের। বলটা ঠিক জায়গায় রাখতে পারলেন না বুয়াম। কর্নার লাইন থেকে দারুণ পাস দেন আজহার। কিন্তু গোলে গেল না বল।
ফ্রি-কিক মহামেডানের
৮২ মিনিট: ফ্রি-কিক মহামেডানের। না, লাভ হল না। গোলকিপারের নাগালে বল গেল। সহজেই বল ধরলেন গোকুলাম গোলকিপার।
১০ মিনিট বাকি, মহামেডান কি প্রত্যাবর্তন করতে পারবে?
নির্দিষ্ট সময়ের থেকে আর ১০ মিনিট বাকি। মহামেডান কি প্রত্যাবর্তন করতে পারবে?
দুর্দান্ত টিম প্লে মহামেডানের, তবে গোল হল না
৭৮ মিনিট: দুর্দান্ত টিম প্লে মহামেডানের। ছোটো-ছোটো পাস খেলে পেনাল্টি বক্সে পৌঁছে যায় মহামেডান। আজহারের আলতো টোকার বল পেয়ে ফয়াজ শট নিয়েছিলেন। ভালো বাঁচালেন গোকুলামের গোলকিপার।
আরও একটা বাজে কর্নার মহামেডানের
৭৬ মিনিট: আরও একটা বাজে কর্নার! কর্নারটা সল্টলেক থেকে শিয়ালদহ স্টেশনের দিকে চলে গেল। ফিরতি বলে আত্মঘাতী গোল হতে পারত। তবে ভাগ্য ভালো হল না মহামেডানের।
চালাকির চেষ্টা নিকোলার
৭৪ মিনিট: চালাকির চেষ্টা নিকোলার। ক্রসও ভালো ছিল। মার্কোস জোসেফের হেড বাইরে গেল। গুড প্লে! তবে বড্ড দেরি হয়ে গেল?
আরও একটা সুযোগ হাতছাড়া মহামেডানের
৭২ মিনিট: ডি বক্সের মাথায় ভালো বল ধরলেন মার্কাস জোসেফ। থ্রু দেওয়ার চেষ্টা। না! লাভ হল না। বলে গতি বেশি। গোকুলাম গোলকিপার আগেই বল ধরে নিলেন।
কোনও লাভ হল না ফ্রিকিকে
৭১ মিনিট: রুডোভিচের ফ্রি-কিক। ও হো! এতক্ষণ বল ঠিকভাবে আসছিল না। এবার বেশি চলে গেল।
পেনাল্টির জোরালো আবেদন মহামেডানের
৬৮ মিনিট: পেনাল্টির জোরালো আবেদন মহামেডানের। রেফারি কোনও ভ্রূক্ষেপ করলেন না। পেনাল্টি কি? না, নিকোলা। দুই গোকুলাম খেলোয়াড়দের মধ্যে ‘স্যান্ডউইচ’ হলেও পেনাল্টি নয়।
সামনের দিকে লোক বাড়াচ্ছে মহামেডান
৬৭ মিনিট: সামনের দিকে লোক বাড়াচ্ছে মহামেডান। পিছনের দিকে ফাঁকা তৈরি হচ্ছে। তারইমধ্যে আরও একটা সুযোগে দুর্বল শট মহামেডানের।
তৃতীয় পরিবর্তন মহামেডানের
৬৬ মিনিট: পরিবর্তন মহামেডানের। বাইরে গেলেন আশির আখতার। মাঠে এলেন পি বুয়াম।
স্থায়ী হল না মহামেডানের আনন্দ, এগিয়ে গেল গোকুলাম
৬০ মিনিট: কাউন্টারে দুর্দান্ত গোল গোকুলামের। কোথায় গেল মহামেডানের ডিফেন্স? কাউন্টারে দুরন্ত পেসে উঠে আসল গোকুলাম। ফাইনাল থার্ডে দৌড়ে এসে শট এমিল বেনির। দূর থেকে নেওয়া শট মহামেডানের জালে জড়িয়ে গেল। খেলার ফল গোকুলাম ২, মহামেডান ১।
‘সুপার সাব’ আজহারউদ্দিন
মাঠে নেমেই ‘সুপার সাব’ আজহারউদ্দিন মল্লিকের। তাঁর গায়ে লেগেই মার্কাস জোসেফের দুর্বল শট দিক পরিবর্তন করে গোকুলামের জালে জড়িয়ে গেল।
গোওওওওওওওল মহামেডানের
৫৬ মিনিট: গোওওওওওওওওওওওওওল মহামেডানের। মার্কাস জোসেফের ফ্রি-কিক আজাহারউদ্দিন মল্লিকের গায়ে লেগে বল গোকুলামের জালে জড়িয়ে গেল। খেলার ফল ১-১।
ডি বক্সের মাথায় ফ্রি-কিক মহামেডানের
৫৫ মিনিট: ডি বক্সের মাথায় ফ্রি-কিক মহামেডানের।
‘ডবল চেঞ্জ’ মহামেডানের
৫৪ মিনিট: ‘ডবল চেঞ্জ’ মহামেডানের।
ন্যূনতম ২ গোল করতেই হবে মহামেডানকে
প্রবল চাপে পড়ে গেল মহামেডান। এবার ন্যূনতম দু’গোল করতেই হবে মহামেডানকে। তবেই আই লিগ জিততে পারবে সাদা-কালো ব্রিগেড।
গোওলল গোকুলামের, মারাত্মক চাপে মহামেডান
৪৯ মিনিট: গোওলল গোকুলামের। মারাত্মক চাপে পড়ে গেল মহামেডান। দুর্দান্ত ফিনিশ রিশাদের।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভুল করে ফেলতে ফেলতে বাঁচল মহামেডান
৪৬ মিনিট: দ্বিতীয়ার্ধের শুরুতে ভুল করে ফেলতে ফেলতে বাঁচল মহামেডান। ওয়েন ভাজ দেখেননি যে পিছনে গোকুলাম খেলোয়াড় আছেন। তিনি গোলকিপারের দিকে বল ঠেলেন।
বাজল দ্বিতীয়ার্ধের বাঁশি
বাজল দ্বিতীয়ার্ধের বাঁশি। ইতিহাস তৈরি করার জন্য হাতে ৪৫ মিনিট আছে মহামেডানের।
মহামেডানের হয়ে গলা ফাটাতে মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গলও
মহামেডান স্পোর্টিংয়ের হয়ে গলা ফাটাতে মাঠে এসেছেন প্রচুর মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থক। যুবভারতীতে দেখা গেল সবুজ-মেরুন এবং লাল-হলুদ পতাকা।
আই লিগের দিকে নজর রাখছেন না? মুখ খুললেন স্টিমাচ
বিরতিতে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলেন, ‘আমরা আই লিগের দিকে নজর রাখছি না বলে অভিযোগ উঠছে। যদিও সেট ভুল। আমাদের দল আই লিগের সঙ্গে যুক্ত আছে।’
বল পজেশনে এগিয়ে মহামেডান, কিন্তু গোল কোথায়?
প্রথমার্ধে মহামেডানের দখলে বল থেকেছে ৬৮ শতাংশ। গোকুলামের বল পজেশন ৩২ শতাংশ। চারটি শট নিয়েছে গোকুলাম। তিনটি মহামেডানের। গোলমুখী শটে শূন্য গোকুলামের। একটি শট মহামেডানের। তাতে গোকুলামের লাভ।
জঘন্য ক্রস, বল দখলে রেখেও গোল নেই মহামেডানের
বল দখলে বেশি রেখেও গোলের মুখ খুলতে পারল না মহামেডান স্পোর্টিং। গোকুলামের ভালো ডিফেন্ডিংয়ের থেকেও নিজেদের খেলায় হতাশ হবেন শেখ ফৈয়াজরা। ভালো ক্রস তুলতে পারছেন না। মার্কাস জোসেফও একা পড়ে যাচ্ছেন।
বাজল হাফ-টাইমের বাঁশি, গোলশূন্য মহামেডান-গোকুলাম ম্যাচ
বাজল হাফ-টাইমের বাঁশি। প্রথমবার্ধের ফলাফল ০-০
ক্রস আসছে, গোলে বল ঠেলছে না মহামেডান
৪৮ মিনিট: বাঁ প্রান্ত থেকে ক্রস ভেসে এল। ওয়েন ভাজ কার জন্য বল ছাড়লেন নাকি ধরতে পারলেন না? একটা ভালো ক্রস নষ্ট হল।
পরের পর ফাউল গোকুলামের
৪৫+২ মিনিট: পরের পর ফাউল গোকুলামের। এখনও একটা কার্ড বের করেছেন রেফারি।
চার মিনিটের অতিরিক্ত সময়
৪৫ মিনিট: চার মিনিটের অতিরিক্ত সময়।
আবারও সেই রোগ, ফ্রি-কিক থেকে নির্বিষ ক্রস মহামেডানের
৪৩ মিনিট: আবারও সেই রোগ। ফ্রি-কিক থেকে নির্বিষ ক্রস। চোখ বন্ধ করে ক্লিয়ার করে দিল গোকুলাম।
কী করছিলেন মহামেডান গোলকিপার? ভাগ্য ভালো সাদা-কালো শিবিরের
৪২ মিনিট: অবিশ্বাস্য ভুল করে ফেলছিলেন মহামেডান গোলকিপাক। ব্রেনফেড হয়ে গিয়েছিল? গোলকিপার পেনাল্টি এগিয়ে আসায় প্রায় মাঝমাঠ থেকে শট গোকুলামের। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট।
কর্নার মহামেডানের
৪১ মিনিট: কর্নার পেল মহামেডান। শর্ট কর্নার। কিন্তু কোনও লাভ হল না। ক্রস গেল না পেনাল্টি বক্সে।
মহামেডানের ৫ গুণ ফাউল গোকুলামের
৩৬ মিনিট: পুরো ৩৬ মিনিটও হয়নি। তারইমধ্যে ১০ টি ফাউল করে ফেলেছে গোকুলাম। দুটি ফাউল মহামেডানের। সেটাই কি স্বাভাবিক? বিশেষত যখন ড্র করলেই আই লিগ জিতে যাবে গোকুলাম!
আক্রমণভাগে একা পড়ে যাচ্ছেন মার্কাস
৩২ মিনিট: সামনে একা পড়ে যাচ্ছেন মার্কাস জোসেফ। তাঁকে জায়গা ছাড়ছে না গোকুলাম।
মহামেডানের বল দখল বেশি, গোলের সুযোগ এল না তেমন
২৯ মিনিট: বল পজেশনে এগিয়ে অনেক এগিয়ে মহামেডান। গোকুলামের ৩৭ শতাংশ। মহামেডানের ৬৩ শতাংশ।
গোলের সামনে হালকা সুযোগ মহামেডানের
২৮ মিনিট: গোলের সামনে হালকা সুযোগ মহামেডান। তাতে মার্কাস জোসেকে কি ঠেলে দেওয়া হল? রেফারি অবশ্য সেটা মনে করেননি।
একটুর জন্য গোলে শট নিতে পারল না মহামেডান
২৪ মিনিট: দুর্দান্ত আক্রমণ মহামেডানের। ক্রস মনোজ মহম্মদের। কিন্তু বেশি এগিয়ে যান
ডান প্রান্ত থেকে ক্রস শেখ ফৈয়াজে
২২ মিনিট: ডান প্রান্ত থেকে ক্রস শেখ ফৈয়াজের। তবে নির্বিষ ক্রস একেবারে। থ্রো পেল গোকুলাম।
কী অবস্থা আই লিগের?
আপাতত ১৭ ম্যাচে সাদা-কালো ব্রিগেডের পয়েন্ট ৩৭ (আজকের ম্যাচের আগে)। সেই পরিস্থিতিতে ড্র করলেই জিতে যাবে গোকুলাম। কিন্তু আই লিগ জয়ের জন্য জিততেই হবে মহামেডান। আজ জিতলে সাদা-কালো ব্রিগেডেরও পয়েন্ট ৪০ হবে। তবে মুখোমুখি সাক্ষাতের বিচারে চ্যাম্পিয়ন হয়ে যাবে মহামেডান।
ওপেন খেলা হচ্ছে যুবভারতীতে
ওপেন খেলা হচ্ছে। এক প্রান্ত থেকে অপর প্রান্তে খেলা হচ্ছে। আপাতত ম্যাচের ফলাফল ০-০।
৩৭,০০০ হাজার দর্শক এসেছেন যুবভারতীতে
ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে ৩৭,০০০ হাজার দর্শক এসেছেন যুবভারতীতে। সেই দর্শকদের সামনে ইতিহাস গড়তে পারবে মহামেডান?
দুর্ধর্ষ আক্রমণ গোকুলামের, ভালো ডিফেন্ডিং মহামেডানের
৬ মিনিট: দুর্ধর্ষ আক্রমণ গোকুলামের। মহামেডানের ডিফেন্সকে চাপে ফেলে দেয়। দৌড়টা দারুণ অ্যালেক্স সাজির। তবে শেষে ভালো ডিফেন্ডিং ওয়েন ভাজের। কর্নার গোকুলামের।
দুর্বল শট মার্কাসের, সমস্যা হল না মহামেডানের
৪ মিনিট: বাঁ প্রান্ত থেকে ফ্রি-কিক মহামেডানের। তবে তেমন ভালো হল না। বল ক্লিয়ার করতে পারেনি গোকুলাম। সুযোগ আসে মার্কাসের কাছে। তবে দুর্বল শট অনায়াসে ধরে নেন গোকুলাম গোলকিপার।
গোকুলামের পরীক্ষা নিল মহামেডান
৩ মিনিট: উলটো দিকে দারুণ সুযোগ মহামেডানের। গোকুলামের ডিফেন্সে ফাঁক বের করে ফেলেছিল। মার্কাস জোসেফ চাপে ফেলে দেন গোকুলামকে।
ম্যাচের প্রথম ফ্রি-কিক গোকুলামের
২ মিনিট: ম্যাচের প্রথম ফ্রি-কিক গোকুলামের। তবে কোনও লাভ হল না কেরালা দলের।
বাজল বাঁশি, আই লিগ জয়ের লক্ষ্যে লড়াই শুরু মহামেডানের
Gokulam Kerala vs Mohammedan SC Live Updates: পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়বে মহামেডান স্পোর্টিং? নাকি টানা দু’বার আই লিগ জয়ের নজির গড়বে গোকুলাম কেরালা এফসি? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। যুবভারতীতে শুরু হয়েছে আই লিগের (I League 2021-22) ‘ফাইনাল’ ম্যাচ। এই ম্যাচে জিতলেই আই লিগ চ্যাম্পিয়ন হবে মহামেডান। ড্র করলেই আই লিগ ট্রফি ফের যাবে কেরালায়।
মাত্র কয়েক মিনিটের অপেক্ষা
সেজে উঠেছে যুবভারতী। কয়েক মিনিট পরেই শুরু হবে গোকুলাম কেরালা এফসি বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ।
‘এটা আমাদের জীবনের ম্যাচ’, বললেন মহামেডান কোচ
‘ফাইনাল’ শুরুর আগে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা আমাদের জীবনের ম্যাচ। আমরা খেতাবের জন্য লড়াই করছি।’
আই লিগ জয়ের লক্ষ্যে মহামেডানের প্রথম এগারো কী হল?
মহামেডান স্পোর্টিংয়ের প্রথম একাদশ: মহামেডান স্পোর্টিংয়ের প্রথম একাদশ: জোথান মাওইয়া, সইফুল রহমান, ওয়েন ভাজ, শাহের শাহিন, মনোজ মহম্মদ, মনোজ মহম্মদ, আশির আখতার, নিকোলা (অধিনায়ক), আন্দেলো রুডোভিচ, শেখ ফৈয়াজ, ব্রেন্ডন ভানলালরেমডিকা এবং মার্কাস জোসেফ
আই লিগের স্বপ্ন মহামেডানের
প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসির চাই এক পয়েন্ট। মহামেডান স্পোর্টিংয়ের তিন পয়েন্ট চাই। সেই তিন পয়েন্ট পেলেই নিজেদের ইতিহাসে প্রথমবার আই লিগ জিতবে সাদা-কালো ব্রিগেড। সেইসঙ্গে মোহনবাগানের পর কলকাতার দ্বিতীয় দল হিসেবে আই লিগ ট্রফি ঢুকবে মহামেডান স্পোর্টিংয়ের তাঁবুতে (আই লিগ নাম হওয়ার পর জাতীয় লিগ জেতেনি ইস্টবেঙ্গল)।
ইতিহাস গড়তে পারবে মহামেডান?
Gokulam Kerala vs Mohammedan LIVE Updates: ইতিহাসের মুখে দাঁড়িয়ে আছে মহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথমবার আই লিগ জয়ের সুযোগ আছে সাদা-কালো ব্রিগেডের সামনে। ভার্চুয়াল ফাইনালে প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। যে দল ড্র করলেই আই লিগ জিতে যাবে।
For all the latest Sports News Click Here