ইতালি থেকে এসেছে কেক,পাতে ১০ রকমের মিষ্টি, ভিকি-ক্যাটরিনার বিয়েতে রাজকীয় দাওয়াত!
রূপকথার বিয়ে সারছেন ক্যাটরিনা কাইফ। রাজকীয়ভাবেই বিয়ের ইচ্ছা রয়েছে তাঁর, বছর দশেক আগেই নিজের এই স্বপ্নের কথা জানিয়েছিলেন ক্যাট। সেইমতোই আজ রাজস্থানের ৭০০ বছর পুরোনো দূর্গে বসেছে ক্যাটরিনার বিয়ের আসর। রুপোলি পর্দায় বহুবার কনের সাজে দর্শক থেকেছে অভিনেত্রীকে, তবে বিয়ের দিন কেমন লাগবে ক্যাটকে, কেমন পোশাকে সাজবেন তিনি- সবটা জানতে উদগ্রীব ফ্যানেরা। মনের মানুষ ভিকি কৌশলের সঙ্গে সাত পাক ঘুরে নতুন জীবন শুরু করবেন ক্যাটরিনা। আজ সিক্স সেনসেস বারওয়ারা ফোর্ট জুড়ে আলোর রোশানাই, দিলওয়ালে ভিকি তাঁর দুলহানিয়াকে ঘরে নিয়ে আসতে যাচ্ছে।
ভিক্যাট-এর বিয়ে নিয়ে কম কড়াকড়ি নেই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সোয়াই মাধোপুর। পুলিশ-প্রশাসন সতর্ক, হোটেলের বাইরে কড়া নিরাপত্তা বেষ্টনী। এই বিয়েতে বর-কনের সাজগোজ থেকে বিয়ের মন্ডপ, খাবার তালিকা- সব নিয়েই জল্পনার শেষ নেই। জানা গিয়েছে, ভিক্যাট ওয়েডিং-এ সবমিলিয়ে প্রায় ১২০ জন অতিথি আমন্ত্রিত। জানেন কি এই অতিথি আপ্যায়নের জন্য বিশেষ কী ব্যবস্থা করেছেন ক্যাটরিনা-ভিকি? সূত্রের খবর যোধপুরের এক মিষ্টির দোকান থেকে ৮০ কেজি ওজনের ১০ রকমের মিষ্টি আনা হচ্ছে। মিষ্টির তালিকায় রয়েছে, মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টির। রীতি মেনে থাকছে শিঙারা, ধোকলাও।
ভিকি-ক্যাটরিনার বিয়েতে বিদেশে ডেজার্সের তালিকাও নেহাত কম নয়। খবর, ফ্রান্স থেকে আসছে চিজ-চকোলেট, নেদারল্যান্ড থেকে রকমারি ফল! এর মধ্যে কোনটা আসল, আর কোনটা শুধুই জল্পনা তা জানা নেই! কিন্তু খবর, এই জুটির জন্য ইতালি থেকে আসছে বিশেষ কেক। বিখ্যাত সংস্থা ‘টিফ্যানি অ্যান্ড কো’র তৈরি করছে এই কেক, হীরের গয়নার বাক্সের মতো দেখতে পাঁচ ধাপে সাজানো হবে এই নীল-সাদা কেক, তেমনটাই খবর।
শুধু ডেজার্সের তালিকাটাই দীর্ঘ তা নয়, মেন কোর্সেও থাকবে হরেক রকমের পদ। অতিথি আপ্যায়নে ভেজ, নন-ভেজ স্যালাড থেকে কাবাব, মাছের থালি, রাজস্থানি ডাল বাটি চুরমা, ১৫ রকমের ডাল— তালিকা থেকে বাদ পড়ছে না কিছুই। ভিকি পঞ্জাবি, সুতরাং পাতে ছোলে ভাটুরে, ডাল বুখারা থেকে শুরু করে পঞ্জাবি চিকেন, বাটার চিকেন-সহ অতিথিদের জন্য বিদেশি খাবারও পরিবেশন করা হবে। সব মিলিয়ে রাজকীয় দাওয়াত-এ কিছু খামতি রাখেননি বর কনে।
For all the latest entertainment News Click Here