ইতালিতে শিল্পা, আর জুহুর বাড়িতে চুরি করে পালাল চোর, গ্রেফতার ২
ছুটি কাটাতে স্বামী-পুত্র-কন্যা সহ ইতালিতে রয়েছেন শিল্পা শেট্টি। আর সেই ফাঁকেই গত সপ্তাহে শিল্পা ও রাজ কুন্দ্রার জুহুর বাড়িতে ঢুকেছিল চোর। চুরি যায় বেশকিছু মূল্যবান জিনিস। ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার মুম্বই পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
জুহু পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্প্রতি ৪৮-এ পা দিয়েছেন শিল্পা শেট্টি। ৫০ ছুঁই ছুঁই শিল্পার সৌন্দর্য হার মানাবে যে কোনও তরুণীকেও। এই মুহূর্তে শিল্পা অবশ্য ইতালিতেই রয়েছেন। সেখানেই তাঁর জন্মদিন উদযাপন হয়েছে। ইতালিতে থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন শিল্পা।
আরও পড়ুন-‘করণের সঙ্গে প্রকাশ্য ঝগড়া, তারপর তিন বছর কেউ কাজ দেয়নি’, বিস্ফোরক ‘কাল হো না হো’ পরিচালক
আরও পড়ুন-উত্তরবঙ্গে ছুটি কাটাচ্ছেন, সেখানেও সেই ‘মিঠাই আবেগ’! অনুরাগীর আবদার মেটালেন আদৃত
আরও পড়ুন-‘না ফেরার দেশে জয়জিৎ’ মৃত্যুর ভুয়ো খবরে অভিনেতা লেখেন ‘যে করেছে তাঁর ঘাড় মটকাব’
আরও পড়ুন-চিকিৎসকের ভূমিকায় চিরঞ্জিৎ, বাংলা ছবিতে এবার তাঁর সঙ্গী ‘হেমা মালিনী’
এদিকে দীর্ঘ ১৪ বছর পর ২০২১-এ হাঙ্গামা-২ দিয়ে অভিনয় দুনিয়ায় কামব্যাক করেছেন শিল্পা শেট্টি। এরপর ২০২২-এ ‘নিকম্মা’ ছবিতে দেখা যায় শিল্পাকে। খুব শীঘ্রেই রোহিত শেট্টির ওটিটি প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে শিল্পাকে। সেখানে তাঁর সঙ্গে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়-এর মতো অভিনেতারা। সোনাই যোশীর ‘সুখী’তেও দেখা যাবে শিল্পাকে।
১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন শিল্পা। পরবর্তীকালে ‘ফির মিলেঙ্গে’, ‘ধরকন’ সহ বহু ছবিতে অভিনয় করেন। হলিউড শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ জেতার পর বিদেশেও পরিচিতি পান শিল্পা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা শেট্টি বলেন, ‘অভিনয়ে এসেছি, তাই সুন্দর ও গ্ল্যামারাস থাকতে চাই। এতে লুকোছাপার কিছু নেই।’
For all the latest entertainment News Click Here