ইতালিকে কচুকাটা করে শুভমন গিলের বড় রেকর্ড ভাঙলেন অখ্যাত হেয়ার্স
শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক টি-২০-তে নয়া নজির গড়লেন স্কটল্যান্ডের ব্যাটার ওলি হেয়ার্স। চলতি আইসিসি টি-২০ বিশ্বকাপের ইউরোপীয় জোনের কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড এবং ইতালি। সেই ম্যাচেই এই নয়া নজির গড়েছেন ওলি হেয়ার্স। নিজের দেশের মাটিতে আন্তর্জাতিক টি-২০-তে এক ইনিংসে সর্বাধিক রান করার নজির গড়লেন এই স্কটিশ ব্যাটার।আর এই নজির গড়ার পথে তিনি টপকে গেলেন ভারতের নবীন প্রতিভাবান তারকা ব্যাটার শুভমন গিলকে। মাত্র পাঁচ মাসের মধ্যেই ভেঙে গেল শুভমন গিলের নজির।
আরও পড়ুন: দেওধরের ম্যাচে মাত্র ৬০ রানে গুটিয়ে গেলেন নীতিশ রানারা, লিস্ট-এ ক্রিকেটে হল লজ্জার নজির
সদ্য শেষ হওয়া আইসিসি আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে জিম্বাবোয়েতে বেশ ভালো পারফরম্যান্স করেছিল স্কটরা। দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলকে তারা হারিয়ে দিয়েছিল। অল্পের জন্য ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে যাওয়া হয়নি তাদের। নিজেদের শেষ ম্যাচে তাদের হারতে হয়েছিল নেদারল্যান্ডসের কাছে। ফলে শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে ডাচরা। সেই হতাশা কাটিয়ে উঠেই টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে এডিনবরোতে এদিন ইতালিয়ানদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করল তারা। কার্যত একপেশে ম্যাচে জয় পেল স্কটরা। ১৫৫ রানের বিশাল ব্যবধানে এদিন ইতালিকে হারিয়ে দিল স্কটল্যান্ড।
আরও পড়ুন: সিরাজ ভালো করেছে, তবে চাই না, ভারত এক বা দু’জনের উপর নির্ভর করুক- পেসার সমস্য়া নিয়ে মুখ খুললেন রোহিত
স্কটদের এই জয় সম্ভব হল মূলত ওলি হেয়ার্সের শতরানে ভর করেই। ১২৭ রানে অপরাজিত থাকলেন তিনি। আর এর সাথেই নিজের দেশের মাটিতে আন্তর্জাতিক টি-২০তে এক ইনিংসে সর্বাধিক রান গড়ার নজির গড়ে ফেললেন তিনি। ওলি হেয়ার্সের রানটাই টপকাতে পারল না গোটা ইতালি দল। মাত্র ৯০ রানে অলআউট হয়ে গেল তারা।
এদিন ওলি হেয়ার্স ভেঙে দিলেন শুভমন গিলের নজির। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেছিলেন গিল। তালিকায় তিন নম্বরে রয়েছেন এভিন লুইস । তিনি ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে ঘরের মাটিতে করেছিলেন অপরাজিত ১২৫। ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে অজি অলরাউন্ডার শেন ওয়াটসন করেছিলেন অপরাজিত ১২৪। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্যাফ ডু’প্লেসি করেছিলেন ১১৯ রান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা করেছিলেন ১১৮ রান। এদিন ওলি হেয়ার্স ছাড়াও স্কটদের হয়ে ৫০ বলে ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলেন ব্র্যেন্ডন ম্যাকমুলেন। হেয়ার্স মাত্র ৫৩ বল খেলে ১২৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১৪ টি চার এবং ৮টি ছয়।
For all the latest Sports News Click Here