‘ইডি প্রিয়াঙ্কাকে ডাকলেও ওর পাশে আছি’, ‘প্রাক্তন’-এর সমর্থনে সোজাসাপটা রাহুল
নিয়োগ দুর্নীতি মামলায় উলোট-পালোট টলিপাড়া। তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর থেকেই নিয়োগ দুর্নীতিতে টলিউড যোগ সামনে এসেছে। প্রতিদিনই সামনে আসছে নিত্য-নতুন তথ্য। সম্প্রতি কুন্তল ঘনিষ্ঠ হিসাবে নাম উঠে এসেছে বনি সেনগুপ্তর। অভিনেতাকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এই মামলায় নাকি আগামিদিনে আরও চার জন অভিনেত্রীকে ডাকা হতে পারে, সেই তালিকায় দু’জন নাকি ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা। এরপরই কানাঘুষো শুরু হয়েছে সেই তালিকার চার নায়িকার মধ্য়ে নাকি একটি নাম প্রিয়াঙ্কা সরকারের। সত্যি কি ইডির নজরদারিতে রয়েছেন অভিনেত্রী? তদন্তকারী সংস্থার তরফে কিন্তু প্রিয়াঙ্কার নাম কোথাউ উল্লেখ করা হয়নি। তবুও গুজব ছড়াতে বেশি সময় লাগে না।
প্রিয়াঙ্কার ‘প্রাক্তন’ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কথায়, যে জল্পনা ছড়িয়েছে তাঁর বিশ্বাস সেটা নিছক ভুয়ো এবং ভিত্তিহীন। তবে ভবিষ্যতে যদি সত্যি ইডির তরফে তদন্তে সহযোগিতার জন্য প্রিয়াঙ্কার ডাক পড়ে তাহলে তিনি তাঁর সন্তানের মায়ের পাশে দাঁড়াবেন।
রবিবাসরীয় সকালে প্রিয়াঙ্কা ও ছেলেকে নিয়ে জাদুঘরে ঘুরতে গিয়েছিলেন রাহুল। তাঁর বিশ্বাস কারুর মাথায় ইডির তদন্তের ভাবনা থাকলে সে জাদুঘরে গিয়ে মমি দেখবে না। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে রাহুল বলেন, ‘আজকে সারা দিন আমি আর প্রিয়াঙ্কা সহজকে নিয়ে জাদুঘরে ছিলাম। এক জন মানুষের মাথায় যদি ইডির চিন্তা ঘোরে, তা হলে সে অন্তত জাদুঘরে মমি দেখতে পারে না!’ তবে ছেলের জন্য সর্বদা একসঙ্গেই আছেন তাঁরা সেই বার্তা স্পষ্ট দিয়ে রাখলেন রাহুল।
‘চিরদিনই তুমি যে আমার’ দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকারের জুটি। সেই থেকে প্রেম। তারপর বিয়ে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ছেলে সহজের জন্মের কয়েক বছরের মধ্যেই ছাদ আলাদা হয় দুজনের। তবে অসমর্থিত সূত্রে জানা যায়, খাতায়-কলমে আজও স্বামী-স্ত্রী রাহুল-প্রিয়াঙ্কা। ডিভোর্সের মামলা চললেও সেটির নিষ্পত্তি হয়নি। এর মাঝেই গত বছরের শেষর দিক থেকে অনেকটাই ‘সহজ’ রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক। সেই সূত্রেই এদিন স্ত্রী সমর্থনে গলা ফাটালেন রাহুল। তবে গোটা বিষয় নিয়ে এখনও নীরব প্রিয়াঙ্কা সরকার।
For all the latest entertainment News Click Here